বিজেপিকে সমর্থন করা নিয়ে দলে কোনও সিদ্ধান্ত হয়নি, ত্রিপুরায় কি চমক দিতে চলেছে টিপরা মোথা

ভোটগণনার ছবিটা একটু পরিষ্কার হতেই সুর হাল্কা বদলে বিজয় কুমার জানিয়েছেন বিজেপিকে সমর্থন করা হয়ে এখনও দলে কোনও স্পষ্ট আলোচনা হয়নি। আগে ফল বেরোক।

ত্রিপুরায় সরকার গঠন করতে চলেছে বিজেপি। ইতিমধ্যেই ভোটগণনার যা গতিপ্রকৃতি তাতে জানা গিয়েছে ত্রিপুরা বিধানসভার ৬০ আসনের মধ্যে ৩৩টিতে এগিয়ে রয়েছে বিজেপি জোট। ১১টি আসনে টিপরা মোথা ও বামেরা এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে চারটি আসনে। তাই এখানে বড় ফ্যাক্টর হতে পারে প্রদ্যোৎ দেববর্মার টিপরা মোথা। তাদের সঙ্গে হাত মেলানোর জন্য উৎসুক হলেও, বিজেপির সে আশায় বড়সড় জল ঢেলেছেন দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল।

ভোটগণনার ছবিটা একটু পরিষ্কার হতেই সুর হাল্কা বদলে বিজয় কুমার জানিয়েছেন বিজেপিকে সমর্থন করা হয়ে এখনও দলে কোনও স্পষ্ট আলোচনা হয়নি। আগে ফল বেরোক। তারপর টিপরা মোথা সিদ্ধান্ত নেবে কি করা উচিত। এর আগে বিজেপি সমর্থন করবে টিপরা মোথা, এমন কোনও কথা দল জানায়নি। তাই প্রতিশ্রুতি পূরণের কোনও দাবি এখানে উঠতে পারে না।

Latest Videos

বিজয় কুমার রাঙ্খাল আরও জানান নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়া শেষ হলেই তিপরা মোথা তাদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের কথা জানাবে। তাই তার জন্য একটু অপেক্ষা করতে হবে। অর্থাৎ এখনও পর্যন্ত ধোঁয়াশা জিইয়ে রেখেছে প্রদ্যোৎ দেববর্মার দল। উল্লেখ্য, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিপরা মোথার ভোটব্যাঙ্কের ছবিটাও সামনে এসেছে। ইতিমধ্যেই ১২টি আসনে এগিয়ে রয়েছে টিপরা মোথা। ত্রিপুরার আদিবাসী অধ্যুষিত এলাকায় ৪২টি আসনে প্রার্থী দিয়েছিল এই দলটি। তারমধ্যে এখনও পর্যন্ত ১২টি আসনে এগিয়ে রয়েছে।

অন্যদিকে, বিজেপির ত্রিপুরার মুখপাত্র সুব্রত চক্রবর্তী বলেছেন, বিজেপি সরকার গঠনের জন্য অগ্রসর হচ্ছে। এই অবস্থায় তারা টিপরা মোথার সঙ্গে হাত মেলাতে চায়। বিজেপি বৃহত্তর টিপ্রাল্যান্ড ছাড়া টিপরা মোথার সমস্ত দাবি মেনে নেবে। পরিবর্তে সরকার গঠনের জন্য তাদের সমর্থন চায়। বৃহস্পতিবার বিকেলের মধ্যে দিল্লি থেকে আরও কেন্দ্রীয় নেতা রাজ্যে আসবেন বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও বলেছেন প্রয়োজনে টিপরা মোথার প্রধান প্রদ্যোৎ দেববর্মার সঙ্গে আলোচনা করতেও রাজি বিজেপি।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বিজেপি প্রতিদ্বন্দ্বী টিপরা মোথার কাছেই সন্ধি প্রস্তাব যে পাঠাবে, সেটা অবশ্যম্ভাবী ছিল। তবে তা অবশ্যই শর্ত সাপেক্ষে। ভোট গণনা শেষ হওয়ার আগেই তড়িঘড়ি টিপরা মোথার কাছে সন্ধি প্রস্তাব পাঠিয়েছে বিজেপি। কারণ সরকার গঠনের জন্য তাদের সমর্থন বিজেপির গদিকে আরও শক্ত করবে। যদিও সেই আশায় খুব একটা আমল এখনই দিতে নারাজ টিপরা মোথা।

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন