Tripura Election Result Latest Update: নোটা-র থেকেও কম ভোট পেল তৃণমূল, ম্যাজিক ফিগার ছাড়িয়ে যাওয়ার দৌড়ে বিজেপি

Published : Mar 02, 2023, 06:35 PM IST
Tripura

সংক্ষিপ্ত

ত্রিপুরায় প্রায় ০.৮৮ শতাংশ ভোট পেয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল।

২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পরই তৃণমূলকে সারা ভারত জুড়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্য নিয়েই প্রথমবার গোয়ায় এবং তারপর ত্রিপুরার ভোটে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ঘাসফুল শিবির।

কিন্তু ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ফলাফলের পর দেখা গেল, বেশ বড়সড় বিপর্যয়ের মুখেই থমকে পড়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের তথ্য বলছে, ত্রিপুরায় সাকুল্যে এক শতাংশ ভোটও পায়নি তৃণমূল কংগ্রেস। এই রাজ্যে নোটা-তে যত মানুষ ভোট দিয়েছেন, তার চেয়েও কম ভোট পড়েছে তৃণমূলের ভাগে।

শেষ পাওয়া আপডেট অনুসারে, ৬০ টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৩২ টি আসনে। সিপিএম প্রার্থী জিতেছে ১১ টি আসন। কংগ্রেসের দখলে গিয়েছে ৩ টি আসন। বিজেপির জোটসঙ্গী আইপিএফটি জিতেছে ১ টি আসন। তিপ্রা মোথা জয়ী হয়েছে ১৩ টি আসনে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, ত্রিপুরায় মাত্র ০.৮৮ শতাংশ ভোট পেয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল। সেখানে নোটা-তে ভোট পড়েছে ১.৩৬ শতাংশ। নোটা-তে ভোট পড়েছে ৩৪ হাজারের কিছু বেশি। মাত্র ২২ হাজারের কাছাকাছি ভোট পেয়েছে তৃণমূল৷

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এবারেও গেরুয়া ঝড় উঠেছে৷ প্রায় ৩৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় ফিরছে বিজেপি৷ যদিও লড়াই দিয়েছে বাম- কংগ্রেস জোট৷ উল্লেখযোগ্য ফল করেছে প্রথমবার ভোটে লড়া তিপ্রা মোথাও৷

 

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo