আজ মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ট্রাম্পের, দিল্লির স্কুলে যাচ্ছেন মেলানিয়া

  • রাজধানী দিল্লিতে একাধিক কর্মসূচি ট্রাম্পের
  • প্রথমেই রাষ্ট্রপতি ভবনে মার্কিন প্রেসিডেন্টকে অভিবাদন
  • রাজঘাটে সস্ত্রীক যাবে প্রেসিডেন্ট ট্রাম্প
  • হায়দরাবাদ হাউসে মোদীর সঙ্গে বৈঠক

Asianet News Bangla | Published : Feb 25, 2020 3:57 AM IST / Updated: Feb 25 2020, 09:39 AM IST

সোমবার ভারতে পা রাখার পর মার্কিন প্রেসিডেন্টের সারাদিন কেটেছে ব্যস্ততার মধ্যে। সবরমতী আশ্রম থেকে মোতেরা স্টেডিয়াম হয়ে আগ্রায় তাজ দর্শন। সোমবার দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে দেখা হলেও দ্বিপক্ষিক আলোচনা হয়নি। মঙ্গলবার রাজধানী দিল্লিতে মার্কিন প্রেসিডেন্টের সারাদিনও কাটবে নানা ব্যস্ততার মধ্যে।

আরও পড়ুন: বন্ধুকে দেওয়া কথা রাখতে পেরে স্বস্তিতে মোদী, মোতেরার ভিড় দেখে মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট

মঙ্গলবার সকালে রাষ্ট্রপতি ভবনে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হবে। সেখান 
থেকে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। 

আরও পড়ুন: ডাক পেলেন না সনিয়া, ট্রাম্পের সম্মানে আয়োজিত নৈশভোজ বয়কট কংগ্রেসের

হায়দরাবাদ ভবনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্টের। এরপর ট্রাম্পের সম্মানে দ্বিপ্রাহরিক ভোজের আয়োজন করেছেন ভারতের প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন: চা-ওয়ালা থেকে দেশের প্রধানমন্ত্রী, 'বন্ধু' মোদীর জন্য গর্বিত প্রেসিডেন্ট ট্রাম্প

দুপুরে  মার্কিন দূতাবাসে যাবেন ট্রাম্প। সেখানে তাঁর জন্য একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারতীয় শিল্পপতিদের সঙ্গে দেখা করবেন তিনি। এরপর বিকেলে রাষ্ট্রপতি ভবনে মার্কিন প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন রামনাথ কোবিন্দ। এদিন রাতেই ভারত ছাড়বেন ট্রাম্প।

এদিকে ট্রাম্প ও মোদী যখন ব্যস্ত থাকবেন বৈঠকে তখন দিল্লির সরকারি স্কুলে যাবেন মেলানিয়া ট্রাম্প। সেখানকার পড়ুয়াদের সঙ্গে কথা বলার পাশাপাশি হ্যাপিনেস ক্লাসেও অংশ নেবেন মেলানিয়া। 

Share this article
click me!