বন্ধুকে দেওয়া কথা রাখতে পেরে স্বস্তিতে মোদী, মোতেরার ভিড় দেখে মুগ্ধ মার্কিন প্রেসিডেন্ট

  • কানায় কানায় ভর্তি মোতেরা স্টেডিয়াম
  • জনসমাগম দেখে আপ্লুত প্রেসিডেন্ট ট্রাম্প
  • এই আতিথেয়তা ভোলার নয়
  • মোদীর প্রশংসা করে বললেন ডোনাল্ড ট্রাম্প


ভারত সফর নিয়ে প্রথম থেকেই উৎফুল্ল ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস দিন ঘোষণার পর থেকেই বারবার সেকথা উঠে এসেছে ট্রাম্পের কথায়। গত নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অনাবাসী ভারতীয়রা হাউডি মোদীর আয়োজন করেছিলেন। যাতে মোদীর সঙ্গে উপস্থিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ভারত সফরে ট্রাম্পকে আমন্ত্রণ করার সময় তেমনি অনুষ্ঠান আয়োজনের কথা দিয়েছিলেন মোদী। সংবাদমাধ্যমে সেকথা জানিয়েছিলেন খোদ ট্রাম্পকে। আহমেদাবাদে আয়োজিত অনুষ্ঠানে ৭০ লক্ষ মানুষের সমাগম হবে। বন্ধু মোদী তাঁকে এমন কথাই দিয়েছেন বলে জানিয়েছিলেন ট্রাম্প। মোতেরায় নমস্তে ট্রাম্পের অনুষ্ঠানে সেকথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: মোদীকে পাশে নিয়ে চরকা কাটলেন ট্রাম্প, ঘুরে দেখলেন সবরমতী আশ্রম

Latest Videos

আরও পড়ুন: সপরিবারে ভারতে পৌঁছলেন ট্রাম্প, জড়িয়ে ধরে বন্ধুকে স্বাগত জানালেন মোদী

সোমবার বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যেখানে একসঙ্গে ১ লক্ষ ১০ হাজার মানুষ বসে খেলা দেখতে পারেন। নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে সেই স্টেডিয়াম ছিল কানায় কানায় ভরা। যা দেখে প্রেসিডেন্ট ট্রাম্পের মুখের হাসি চওড়া হয়েছে। আর মোদীর ৫৬ ইঞ্চির ছাতি আরও ফুলেছে।

 

 

বিশাল ভিড় দেখে অনুষ্ঠানের শুরুতেই মোদীকে জড়িয়ে ধরেন ট্রাম্প । বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্পের গলায় বারবার এসেছে মোদীর প্রশংসা। বলেছেন, মোদীকে সকলেই ভালবাসে। একজন চাওয়ালা থেকে দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মোদীর রয়েছে। সারা স্টেডিয়াম তখন গর্জে উঠছে হাততালিতে। 

 

বলিউড থেকে মহাকাশ সবকিছুই উঠে এসেছে ট্রাম্পের বক্তৃতায়। মহাত্মা গান্ধী থেকে বিবেকানন্দ সবার জীবন আদর্শের কথা বলেছেন ট্রাম্প। জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের মাটিতে দাঁড়িয়ে বিঁধেছেন পাকিস্তানকে। এদেশের সহিষ্ণুতরা কথাও উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্টের গলায়।
 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
'রোহিঙ্গারা মমতার ভোট ব্যাঙ্ক তাই তিনি বিএসএফকে জমি দিচ্ছে না' বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today