Two Thousand Note: এখনও বদল করতে পারবেন ২ হাজার টাকার নোট, শেষ দিনের তারিখ পিছিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক

একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। যে কোনও ব্যাঙ্কেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে।

চলতি বছরের মে মাসে বাজার থেকে সমস্ত ২০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। আরবিআই বিবৃতি দিয়ে জানিয়েছিল যে, কারও কাছে ২০০০ টাকার নোট থাকলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা ব্যাঙ্কে জমা করে বদলে ফেলতে হবে। সেই তারিখ পিছিয়ে দিয়ে এবার আরও এক সপ্তাহ বাড়তি সময় দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। 

২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়ার শেষ সময়সীমা কিছুটা বাড়িয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এর আগে, শেষ দিন ঘোষণা করা হয়েছিল ৩০ সেপ্টেম্বর দিনটিকে। সেই সময়সীমা বৃদ্ধি করে আরও এক সপ্তাহ বাড়িয়ে ২ হাজার টাকার নোট জমা দেওয়ার শেষ দিন ৭ অক্টোবর তারিখটিকে ঘোষণা করল RBI। 

১৯ মে তারিখে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছিল, ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে। ৩০ সেপ্টেম্বরের পর থেকে ওই নোট আর কার্যকর করা যাবে না, একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। যে কোনও ব্যাঙ্কেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে।

Latest Videos

৭ অক্টোবরের পরেও যদি কারও কাছে ২০০০ টাকার নোট থেকে যায়, সে ক্ষেত্রে গ্রাহকদের ২০০০ টাকার নোট নিয়ে সরাসরি কেন্দ্রীয় ব্যাঙ্কের দফতরে যেতে হবে। ১৯টি এমন দফতর রয়েছে। সেখানে এক বারে ২০ হাজার টাকার বেশি অবশ্য ২০০০ টাকা জমা নেওয়া হবে না। ডাকযোগেও ২ হাজারের নোট আরবিআইয়ের অফিসে পাঠানো যাবে। সংশ্লিষ্ট গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে। ২০১৬ সালে চালু হওয়া এই নোটগুলি ৭ অক্টোবরের পর থেকে বেচাকেনার কাজে আর ব্যবহার করা যাবে না। 

Share this article
click me!

Latest Videos

সনাতনীদের বিশাল মিছিল! Bangladesh-এ চিন্ময় প্রভুর মুক্তির দাবীতে Kolkata উত্তাল |Chinmoy Krishna Das
এটিএম লুঠের ছক ভেস্তে দিলো পুলিশ! ভীন রাজ্যের যোগ, চাঞ্চল্য New Barrackpore-এ | North 24 Parganas
কেন বিধানসভা থেকে ওয়াক আউট BJP-র? দেখুন কী বলছেন Suvendu Adhikari
Suvendu Adhikari : বাংলাদেশের ইউনূসকে যা বলল শুভেন্দু! #shorts #suvenduadhikari #bangladeshcrisis
‘Yunus সাহেবের আদৌ মেরুদণ্ড সোজা আছে কিনা সন্দেহ!’ Sukanta-র ঝাঁঝালো তোপ ইউনূসকে | Sukanta M