বাড়ির দেওয়ালে পাইথন মহারাষ্ট্রের থানেতে হাড় হিম করা ঘটনা । বাবা-ছেলে মিলে তাড়াল পাইথনকে
অবাক করা ঘটনা মহারাষ্ট্রের থানেতে। বিশালাকার পাইথনের সঙ্গে মারামারি করে কাবু দুই তরুণ। একটি বাড়ির জানালায় ঝুলে রয়েছে লম্বা পাইথনটি। আর সেটিকে সেখান থেকে সরাতেই কসরত করছে দুই জন। প্রতিবেশীরা গোটা ঘটনার ভিডিও শ্যুট করেছে। ইতিমধ্যেই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
লম্বায় প্রায় ১০ ফুটের পাইথন বা অজগর। ঝুলছে একটি ফ্ল্যাটবাড়ির জানলায়। জানলার গ্রিল দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু পাইথনের ঘরে ঢোকা বন্ধ করতেই উদ্যোগী হয় দুই জন। একজন জানলার ভিরতে অন্যজন জালার বাইরে কার্নিসে দাঁড়িয়ে অজগর তাড়াতে উদ্যোগ নেয়। দীর্ঘ কসরতের পর সফলও হয়। একজন জানলার ভিরত থেকে অজগরকে বাইরে ঠেলে দেয়। অন্যজন অজগরকে জানলার বাইরে থেকে টেনে নামানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত অজগরের লেজে টান দিতেই কেল্লাফতে।
যার বাড়িতে পাইথন হানা দিয়েছিল তার নাম রুকসান শেখ। তিনি জানিয়েছেন, বেলা ৩টে নাগাদ তিনি লম্বা পাইথনটিকে দেখতে পান। ছেলেকে নিয়ে তারপর থেকেই পাইথন তাড়াতে শুরু করেন। তিনি আরও বলেছেন, তাঁর ছোট ছেলে প্রথম পাইথনের হিসহিস শব্দ শুনতে পেয়েছিল। তারপরই সেই তাঁকে জানায় যে বাড়িতে একটি পাইথন ঢুকছে। তখনই তিনি তাঁর অন্য ছেলেকে নিয়ে পাইথন তাড়াতে উদ্যোগী হন।
একজন সর্প বিশারদ জানিয়েছেন, পাইথন বিষধর সাপের মধ্যে পড়ে না। তবে বাড়িটি নদীর পাশে হওয়ায় এজাতীয় দুর্ঘটনা ঘটেছে। পাইথন বাড়িতে ঢুকলেও সেখানে থাকত না। তিনি আরও জানিয়েছেন, পাইথনটি বাড়ির বাইরের দিকের দেওয়ালে ছিল। তাতে পরিবারের সদস্যদের কোনও ক্ষতি হত না।