থাকবে না নাম-ঠিকানা-ব্যক্তিগত তথ্য, আমূল বদল আসছে আধার কার্ডে, কবে হবে পরিবর্তন?

Published : Nov 20, 2025, 08:49 AM IST

আগামী ডিসেম্বর থেকে UIDAI নতুন ডিজাইনের আধার কার্ড আনতে চলেছে। এই নতুন কার্ডে নাম, ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য থাকবে না, পরিবর্তে থাকবে শুধু একটি ছবি ও QR কোড। তথ্যচুরি রুখতে এবং অফলাইন ভেরিফিকেশন সুরক্ষিত করতে নয়া পদ্ধতি।

PREV
15

আগামী মাস থেকে আমূল বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন। UIDAI ডিসেম্বরের শেষেই নতুন আধার আনতে চলেছে। সংস্থার সিইও ভুপেশ কুমার ঘোষণা করলেন এমনটাই। জেনে নিন ঠিক কী কী বদল আসতে চলেছে আপনার আধার কার্ডে।

25

এখন প্রশ্ন হল কেমন হবে নতুন আধার কার্ড? UIDAI সূত্রে খবর, আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম, ঠিকানা এই সকল কোনও ব্যক্তিগত তথ্য থাকবে না। থাকবে শুধু ছবি আর একটি কিউআর কোড। এই কোডেই লুকিয়ে থাকবে নাগরিকের যাবতীয় তথ্য। যা স্ক্যান করতে হবে নতুন আধার অ্যাপে।

35

বর্তমানে এমআধার আছে। যা বদলে নতুন এই আধার অ্যাপ আনা হল। ওই অ্যাপে কিউআর কোড স্ক্যান করলেই হবে। মিলবে সকল তথ্য।

45

UIDAI বলছে, আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন বা তথ্যচুরি রুখতে এই সিদ্ধান্ত। অনেক সময় দেখা যায় হোটেল, ইভেন্ট অর্গানাইজার বা সংস্থা আধার কার্ডের তথ্য সংগ্রহ করে। সেই তথ্যে কোনও নিরাপত্তা থাকে না। এবার আধারের তথ্যচুরি রুখতে এই সিদ্ধান্ত নিল সরকার।

55

UIDAI সিইও ভুপেশ কুমার জানিয়েছেন, ডিসেম্বর থেকেই নতুন আধার দেওয়া চালু করা হবে। ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এর ফলে নাগরিকদের তথ্য কে কখন সংগ্রহ করছে, সেটার তথ্য UIDAI -র কাছে থাকবে।

Read more Photos on
click me!

Recommended Stories