এখন প্রশ্ন হল কেমন হবে নতুন আধার কার্ড? UIDAI সূত্রে খবর, আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম, ঠিকানা এই সকল কোনও ব্যক্তিগত তথ্য থাকবে না। থাকবে শুধু ছবি আর একটি কিউআর কোড। এই কোডেই লুকিয়ে থাকবে নাগরিকের যাবতীয় তথ্য। যা স্ক্যান করতে হবে নতুন আধার অ্যাপে।