ব্যাঙ্ক দেউলিয়া হলেও চিন্তা নেই, বীমার পরিমাণ একলাফে বাড়ল ৫ গুণ

ব্যাঙ্ক ডিপোজিট ইনস্যুরেন্স পাঁচগুণ বাড়ানো হল।

১ লক্ষ টাকা থেকে বেড়ে বীমার পরিমাণ ৫ লক্ষ টাকা হল।

অর্থাৎ ব্যাঙ্ক দেউলিয়া হলেও ৫ লক্ষ টাকা ফেরত পাওয়া যাবে।

পিএমসি ব্যাঙ্ক দেউলিয়া হওয়ার পরই এই বীমার পরিমাণ বাড়ানোর প্রত্যাশা করা হয়েছিল।

 

ব্যাঙ্ক ডিপোজিট ইনস্যুরেন্স অর্থাৎ ব্যাঙ্কে রাখা অর্থের বিমা একলাফে পাঁচগুণ বাড়ানো হল কেন্দ্রীয় বাজেট ২০২০-তে। ১ লক্ষ টাকা থেকে বিমার পরিমাণ বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। এতদিন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যতই টাকা থাকুক না কেন, যদি ব্যাঙ্ক দেউলিয়া হয়ে যেত তাহলে গ্রাহক ১ লক্ষ টাকার বেশি ফেরত পেতেন না। এবার থেকে পাওয়া যাবে ৫ লক্ষ টাকা।

২০১৯ সালে পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র ব্যাঙ্ক দেউলিয়া হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ সমস্যার সম্মুখিন হন। এমনকী অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে অনেকের মৃত্যুও হয়। এরপরই, এই বিষয় নিয়ে তীব্র সমালোচনা মুখে পড়তে হয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ককে। তারপর থেকেই শোনা যাচ্ছিল ব্যাঙ্ক ডিপোজিট ইনস্যুরেন্সজএর পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হবে। কিন্তু, সেই প্রত্যাশা ছাপিয়ে একলাফে পাঁচগুণ করা হল বিমার পরিমাণ।

Latest Videos

এই বাজেট প্রস্তাব গৃহিত হলে ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (ডিআইসিজিসি)-এর আইনে একটি সংশোধনী আনতে হবে। বর্তমানে, ১৯৬১ সালের ডিআইসিজিসি আইনে ১ লক্ষ টাকা বা তার বেশি আমানতের ক্ষেত্রে ১ লক্ষ টাকা পর্যন্ত বীমা দেওয়া হত। বাকি টাকা ব্যাঙ্কের দেউলিয়া হলে বাজেয়াপ্ত করা হত। এই ক্ষতিপূরণের পরিমাণটি নির্ধারণ করা হয়েছিল ২৫ বছর আগে।

 

Share this article
click me!

Latest Videos

Live: স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনে বিজেপি, দেখুন সরাসরি
LIVE: স্যালাইন কাণ্ডে Mamata Banerjee-কে একহাত নিলেন Suvendu Adhikari! দেখুন সরাসরি
Nadia Latest News: দেড় মাস বন্ধ পেনশন! কপালে দুশ্চিন্তার ভাঁজ, বিক্ষোভে নামলেন অবসরপ্রাপ্ত কর্মীরা
Rashifal Today: শনিবার ১৮ই জানুয়ারি কেমন কাটবে আজকের এই দিন, জানুন আজকের রাশিফলে
'স্বাস্থ্য দফতরের দায় এড়ানোর জঘন্য অপচেষ্টা', পাল্টা মমতার দিকেই আঙ্গুল জুনিয়র ডাক্তারদের