PM Modi on Budget 2023 : 'দরিদ্র ও মধ্যবিত্তদের জন্য এই বাজেট', বাজেট নিয়ে নির্মলা সীতারমনকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী

ভোটমূখী এই বাজেট কতটা জনমোহিনী হল সেবিষয় অবশ্য প্রশ্ন তুলছেন অনেকেই। তবে প্রধানমন্ত্রী এই বাজেটকে মধ্যমবিত্তের স্বার্থে তৈরি বলেই উল্লেখ করেছেন।

Web Desk - ANB | Published : Feb 1, 2023 10:26 AM IST / Updated: Feb 01 2023, 08:09 PM IST

দেশের বিশ্বকর্মাদের জন্য এই বাজেট', কেন্দ্রীয় বাজেট ২০২৩-২০২৪-এর প্রসংশায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বাজেট অধিবেশনের পরই ভিডিও বার্তায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। এই বাজেট গরিব, মধ্যবিত্তের স্বপ্নপূরণের বাজেট বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। ভোটমূখী এই বাজেট কতটা জনমোহিনী হল সেবিষয় অবশ্য প্রশ্ন তুলছেন অনেকেই। তবে প্রধানমন্ত্রী এই বাজেটকে মধ্যমবিত্তের স্বার্থে তৈরি বলেই উল্লেখ করেছেন।

বুধবার সাংসদের অধিবেশনে ২০২৩-২০২৪ সালের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই অধিবেশনের পরই ভিডিও বার্তায় অর্থমন্ত্রী ও তাঁর গোটা টিমকে শুভেচ্ছা জানালেন মোদী। ভিডিয়োবার্তায় মোদী বললেন,'এই বাজেট অমৃতকালের প্রথম বাজেট। কৃষক,মধ্যবিত্ত-সহ দেশের সমস্ত নাগরিকের স্বপ্নপূরণ করবে এই বাজেট। বিকশিত ভারতের স্বপ্নপূরণের লক্ষ্যে প্রথম বীজ বপন করল এই বাজেট। জনমোহিনী এই বাজেটের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও তাঁর গোটা টিমকে জানাই অভিনন্দন।' পাশাপাশি তিনি আরও বলেন,' এ দেশে কোটি কোটি বিশ্বকর্মা রয়েছেন। তাঁরাই এই দেশ গড়ার কারিগর। এই বাজেটে দেশের সেই সকল বিশ্বকর্মাকে সাহায্য করা হয়েছে। সরকার যে সব রকমভাবে তাঁদের পাশে রয়েছে সেই বিষয়ও এই বাজেট স্পষ্ট করেছে। এদিন এই বাজেটে গরিবদের স্বপ্নপূরণ হবে বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,'দরিদ্র ও মধ্যবিত্তদের জন্য এই বাজেট। বঞ্চিতদের সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয়েছে।'

অন্যদিকে বাজেট নিয়ে কেন্দ্রকে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১ ফেব্রুয়ারি পেশ হল ২০২৩-২০২৪ অর্থবর্ষের বাজেট। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। ভোটমূখী বাজেট যে খানিকটা 'জনমোহিনী' হবে সে বিষয় আগেই আঁচ করা গিয়েছিল। কিন্তু এই বাজেটকে গরিব-মধ্যবিত্তের স্বার্থের বিরোধী বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বীরভূমের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন,'গরিব-মধ্যবিত্তের কোনও লাভ নেই। বাজেটে শুধু একশ্রেণির মানুষই সুবিধা পাচ্ছে। দরিদ্ররা বঞ্চিত হয়েছে। মুদ্রাস্ফিতি আকাশ ছোঁয়া। ট্যাক্সে ছাড় দিয়ে কী হবে?' এখানেই শেষ নয় সেলফ হেল্প গ্রুপ, আইসিডিএস-এর জন্য কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি আরও বলেন,'বিনামূল্যে গ্যাস দেওয়ার জন্য উজ্জ্বলা প্রকল্প চালু করা হয়েছে, কিন্তু কেউ কি গ্যাস পেয়েছে?'

আরও পড়ুন - 

সিগারেটের ওপর কর আরও বাড়ল, কমল মোবাইল ফোনের যন্ত্রাংশের আমদানি শুল্ক

বাজেটে পেশ অর্থমন্ত্রীর, কোন ক্ষেত্রগুলি সুবিধা পাচ্ছে?

কোন সেক্টর পেল উপহার, ১০ পয়েন্টে দেখে নিন এবারের বাজেট ২০২৩-এর গুরুত্বপূর্ণ কিছু তথ্য

Read more Articles on
Share this article
click me!