আধার কার্ড নিয়ে এবার দারুন সুখবর দিলো কেন্দ্রীয় সরকার। কারণ এবার থেকে ফেস আইডি যাচাইকরণ এবং এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে একত্রিত করে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্যে ডিজিটাল আধার পরিষেবা চালু করতে চলেছে কেন্দ্র সরকার।
26
ইউআইডিএআই-এর উদ্যোগে তৈরি আধার অ্যাপ
ইউআইডিএআই-এর সহযোগিতায় তৈরি অ্যাপটিতে প্রমাণীকরণের জন্য কিউআর কোড-ভিত্তিক ভেরিফিকেশন এবং রিয়েল-টাইম ফেস আইডি ব্যবস্থা রয়েছে বলে জানানো হয়েছে।
36
জমা দেওয়া লাগবে না আধারের ফটো কপি
মঙ্গলবার আধার সংবাদ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘’নতুন এই আধার অ্যাপটি উন্নত প্রযুক্তি সম্পন্ন। এই অ্যাপের সাহায্যে করা যাবে ফেসিয়াল ভেরিফিকেশন।" যারফলে এবার থেকে হোটেল-রেঁস্তোরাা বা অন্য কোথাও ঘুরতে গেলে প্রমাণ হিসেবে আধার কার্ডের জেরক্স সঙ্গে না রাখলেও চলবে।
মন্ত্রী আরও বলেন, ‘’এই অ্যাপটি চালু হয়ে গেলে অনলাইন ট্রানজাকশন বা ইউপিআই পেমেন্টও করা যাবে এই অ্যাপের মাধ্যমে। ফলে আরও সহজ হবে লেনদেন পরিষেবা।'' তিনি জানান, ফেস আইডি ভেরিফিকশনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ডিজিটাল আধার পরিষেবা চালু করতে চলেছে সরকার।
56
নতুন আধার অ্যাপে থাকছে কিউআর কোড
কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক সূত্রে খবর, নতুন এই ডিজিটাল আধার অ্যাপে থাকছে কিউআর কোড। প্রমাণীকরণের জন্য এই কিউআর কোড ভেরিফিকেশন বা রিয়েল টাইম ফেস আইডি ভেরিফিকেশনের ব্যবস্থাও রয়েছে।
66
সম্পূর্ণ নিরাপদ নতুন এই আধার অ্যাপ
কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই ডিজিটাল অ্যাপ সম্পূর্ণ ১০০ শতাংশ নিরাপদ। এই অ্যাপের মাধ্যমে কোনও রকম ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা নেই। অ্যাপটি শীঘ্রই বেটা পরীক্ষার পর্যায় শেষ করবে এবং দেশব্যাপী এটি চালু করা হবে বলেও জানান তিনি।