8th Pay Commission: বড় খবর! অষ্টম পে কমিশনে বাড়বে না ফিটমেন্ট ফ্যাক্টর, কতটা বেতন বাড়বে কর্মীদের?

Published : Apr 09, 2025, 10:04 AM IST

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে। অষ্টম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর অপরিবর্তিত থাকলে বেতন বাড়বে কিনা, তা নিয়ে আলোচনা চলছে। মহার্ঘ ভাতা যোগ হওয়ার পরে কর্মীদের বেতন কেমন হতে পারে, সেই বিষয়ে একটি ধারণা দেওয়া হয়েছে।

PREV
110

অষ্টম পে কমিশন-

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কমিশন অনুমোদিত হওয়ার পর থেকে খবরে অষ্টম পে কমিশন। সদ্য বড় আপডেট এল বেতন কমিশন নিয়ে।

210

নয়া তথ্য-

এনডিটিভি প্রফিটের প্রতিবেদন অনুসারে, কেন্দ্রীয় কর্মীচারীদের মূল বেতনের সঙ্গে ৫০ শতাংশ DA একত্রিত করার প্রস্তুতি নিচ্ছে সরকার। যদি তা ঘটে তাহলে অষ্টম পে কমিশনে উচ্চতক ফিটমেন ফ্যাক্টরের চাহিদা কম যাবে এবং কেন্দ্রীয় নিম্নতর ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করবে।

310

কেন বাড়বে না ফিটমেন্ট ফ্যাক্টর-

এর পেছনের কারণ হল, বর্তমানে কর্মীচারীদের মূল বেতন ১৮ হাজার টাকা। মহার্ঘ ভাতা যোগ হওয়ার পর তা হবে ২৭ হাজার। বেতন মিশন বাস্তবায়নের আগেই বেতন বৃদ্ধি করা হবে। ফলে এটি ফিটমেন্ট ফ্যাক্টরের চাহিদার ওপর প্রভাব ফেলবে।

410

ফিটমেন্ট ফ্যাক্টর কী?

ফিটমেন্ট ফ্যাক্টর হল একটি গুণক। যার মাধ্যমে কেন্দ্রীয় আসন্ন বেতন কমিশনে বর্তমানে বেতন অনুযায়ী, গুণকের মাধ্যমে বেতন বৃদ্ধি করে।

510

ফিটমেন্ট ফ্যাক্টরের প্রভাব

বেতন বৃদ্ধি কেবল ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে না। তবুও এটি বেতন বৃদ্ধির ওপর প্রভাব ফেলে। কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট কার্যকর করেছিল। যেখানে কর্মীদের পক্ষ থেকে ২.৪৬ ফিটমেন্ট ফ্যাক্টর বাস্তবায়নের দাবি উঠেছি।

610

ফিটমেন্ট ফ্যাক্টরের সূত্র-

নতুন মূল বেতন= বর্তমান মূল বেতন X ফিটমেন্ট ফ্যাক্টর।

710

ফিটমেন্ট ফ্যাক্টর অপরিবর্তিত-

ফিটমেন্ট ফ্যাক্টর যদি ২.৫৭ এই অপরিবর্তিত থাকে, তাহলে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার পরও বেতন বাড়বে কর্মীদের।

810

বেতন বৃদ্ধি

যাদের মূল বেতল ১৮ হাজার টাকা তাদের ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর অনুাসে বেতন হবে ৪৬,২৬০ টাকা।

910

পে কমিশন

সদ্য অষ্টম পে কমিশন নিয়ে এমন তথ্য সামনে এসেছে। যেখানে দাবি করা হয়েছে অপরিবর্তিত থাকবে ফিটমেন্ট ফ্যাক্টর।

1010

বেতন বৃদ্ধি

এখন সময়ের অপেক্ষা। সত্যিই ফিটমেন্ট ফ্যাক্টর অপরিবর্তিত রাখা হবে কি না তা সময় হলে জানা যাবে।

click me!

Recommended Stories