আদানি ইস্যুতে মোদীকে নিয়ে 'অসংসদীয়' মন্তব্য, রাহুল গান্ধীকে নোটিশ পাঠাল লোকসভা

রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ, মোদীকে নিয়ে তিনি অসংসদীয় মন্তব্য করেছিলেন। তারপরই তাঁকে নোটিশ পাঠায় লোকসভা।

 

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নোটিশ পাঠাল লোকসভা। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী রাহুল গান্ধীর বিরুদ্ধে বিশেষাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। সেই বিষয়ে রাহুল গান্ধীর মন্তব্য জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে লোকসভার সচিবালয়। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে রাহুল গান্ধীকে জবাব দেওয়ার নির্দেশও দিয়েছে। সম্প্রতি সংসদে বাজেট অধিবেশেন রাহুল গান্ধী গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সম্পর্ক নিয়ে মন্তব্য করেন। তারই পরিপ্রেক্ষিতে এই নোটিশ পাঠান হয়েছে। কারণ আগেই নিশিকান্ত দুবে এই বিষয়ে মন্তব্য করার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন। রাহুল গান্ধীর মন্তব্য বিভ্রান্তিকর ও অবমাননাকর বলেও দাবি ছিল তাঁর।

মঙ্গলবার লোকসভায় রাহুল গান্ধীর কথাতেই তা স্পষ্ট হয়ে গেল। আদানিদের একাধিক সুবিধে পাইয়েদেরও অভিযোগ তুলে রাহুল গান্ধী সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তিনি জানতে চান এই সবিধে পাইয়ের দেওয়ার বদলে ২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত বিজেপিকে ইলেট্রোরাল বন্ডের মাধ্যমে ঠিক কত টাকা দিয়েছে আদানিরা।

Latest Videos

রাহুল গান্ধী বলেন, 'অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন ২০১৪ সালে আদানিদের মোট সম্পদের পরিমাণ যেখানে ৮ বিলিয়ন মার্কিন ডলা ছিল। কীভাবে হল আদানিদের এই উত্থান।' ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পরে আদানিদের স্থান ছিল ৬০০ তম স্থান সেখান থেকেই ৬ নম্বর স্থানে চলে এসেছে। এটা কী করে সম্ভব হল তাও জানতে চান রাহুল গান্ধী। তিনি আরও বলেন,আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতায়াতের জন্য আদানিদের বিমান ব্যবহার করতেন। এখন আদানিরা মোদীজির বিমান ব্যবহার করবে। বিষয়টি আগে গুজরাটের মধ্যে সীমাবদ্ধ ছিল। ২০১৪ সাল থেকে তা ভারতের হয়েছে। বর্তমান আদানি ইস্যুটি আন্তর্জাতিক। তিনি বলেন গত ২০ বছর নির্বাচনী বন্ডেপ মাধ্যমে বিজেপিটে কত টাকা দিয়েছে আদানিরা। রাহুল গান্ধী শ্রীলঙ্কার বিষয়ও উত্থাপন করেন। তিনি বলেন, দ্বীপরাষ্ট্রের বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান সংসদীয় কমিটিকে জানিয়েছিলেন রাজাপক্ষে তাঁকে আদানিদের বায়ু ও বিদ্যুৎ প্রকল্পের বরাত দেওয়ার কথা বলেছিলেন। তিনি আরও বলেছিলেন এই বিষয়ে প্রধানমন্ত্রী মোদী তাঁকে চাপ দিয়েছিলেন। এটা ভারতের বিদেশ নীতি নয়, এটা আদানিদের ব্যবসার নীতি। তিনি আরও বলেন, মোদী অস্ট্রেলিয়া যাওয়ার পরই আদানিরা সেখানে ব্যবসার বরাত পায়। বাংলাদেশ সফরে যাওয়ার সময়ই সেখানে ব্যবসার বরাত পায় আদানিরা- এটা ম্যাজিকের মতই বলে দাবি করেন রাহুল।

বিজেপির অভিযোগ রাহুল গান্ধীর এই মন্তব্য অবমাননাকর ও অসংসদীয়. কংগ্রেসও রাজস্থান-সহ একাধিক রাজ্যে আদানি গোষ্ঠীকে ব্যবসায়ীক স্বার্থে ব্যবহার করে। বুধবার নিশিকান্ত দুবে স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছিলেন। তাঁর অভিযোগ ছিল কোনও প্রমাণ ছাড়াই রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন। তিনি সংসদকে বিভ্রান্ত করতে চাইছেন বলেও মন্তব্য করেন। রাহুল গান্ধীর তার বিবৃতির সমর্থনে কোনও যথাযথ প্রমাণ দাখিল করেননি বলেও দাবি করেছেন দুবে।

 

Share this article
click me!

Latest Videos

‘চাকরিপ্রার্থীদের মুখোমুখি হওয়ার ভয়ে মমতা দার্জিলিং পালিয়েছে’ শুভেন্দুর তীব্র আক্রমণ মমতাকে!
আঁতকে ওঠা দৃশ্য! মাটি খুঁড়তে গিয়ে এ কী বেরিয়ে গেল! আতঙ্কে নদীয়ার হবিবপুর! | Nadia News Today
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
জগদ্দলে গুলি ও বোমাবাজি, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক-কে দায়ী করলেন অর্জুন সিং | Arjun Singh