UP Elections 2022: বড় সিদ্ধান্ত বিজেপির, দুটি দলের সঙ্গে জোট বেঁধেই উত্তর প্রদেশে ভোট-লড়াই

এদিন বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক ছিল। এই বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ ও অনুরগ ঠাকুরের মত শীর্ষ নেতৃত্ব। তাঁদের উপস্থিতেতেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উত্তর প্রদেশে জোট বেঁধে লড়াই করার কথা ঘোষণা করেন। তিনি বলেন এনডিএ যেমন একজোট হয়ে ২০১৯ সালে লড়াই করেছে, তেমনই ২০২২ সালের বিধানসভা নির্বাচনেই বিজেপির নেতৃত্বে আপনা দল ও নিষাদ পার্টি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে। 

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Assembly Election 2022) আগেই বড় ঘোষণা বিজেপির (BJP)। এদিন জাতীয় স্তরের শীর্ষ পর্যায়ের বৈঠকের পর বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) জানিয়েছেন উত্তর প্রদেশ (Uttar Pradesh) বিধানসভা নির্বাচনে আপনা দল (Apna Dal), নিষাদ পার্টি (Nishad Party) ও বিজেপি-এক জোট হয়ে ভোটযুদ্ধে সামিল হবে। উত্তর প্রদেশের ৪০৩টি আসনে একজোট হয়ে প্রার্থী দেবে। বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির (CEC) বৈঠকের পরই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। অমিত শাহ (Amit Shah) ও  উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উপস্থিতিতেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন নাড্ডা। 

এদিন বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক ছিল। এই বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ ও অনুরগ ঠাকুরের মত শীর্ষ নেতৃত্ব। তাঁদের উপস্থিতেতেই দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উত্তর প্রদেশে জোট বেঁধে লড়াই করার কথা ঘোষণা করেন। তিনি বলেন এনডিএ যেমন একজোট হয়ে ২০১৯ সালে লড়াই করেছে, তেমনই ২০২২ সালের বিধানসভা নির্বাচনেই বিজেপির নেতৃত্বে আপনা দল ও নিষাদ পার্টি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে। 

তবে বিজেপির এই পদক্ষেপ আসন্ন বিধানসভা নির্বাচনে অনেকটাই শক্তি যোগাবে বলেও মনে করছেন। কারণ এতদিন ধরে অখিলেশ ক্রমাগত বিজেপি শিবিরে ভাঙন ধরিয়ে আসছিলেন। আগেই বিজেপির বেশ কয়েক জন নেতা মন্ত্রী বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। যাতে পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রথম সারির নেতারাও ছিলেন। অর্পণার যোগদানে যাদব ভোট কিছুটা হলেও বিজেপির দিয়ে যাবে বলেও আশা করছে রাজনৈতিক মহল। অন্যদিকে আপনা দল ও নিষাদ পার্টির ভোটও বিজেপির বাক্স ভরাতে পারে বলেও মনে করা হচ্ছে। 

এমনিতেই ভোট সমীক্ষায় এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন যোগী আদিত্যনাথ। কিন্তু তারপরও বিজেপি যে উত্তর প্রদেশ নিয়ে কোনও কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না তা একাধিকবার স্পষ্ট হয়েছে। বিজেপি সূত্রের খবর ২০২৪ সালের নির্বাচনের  উত্তর প্রদেশের বিধানসভা ভোট বিজেপির কাছে সেমিফাইলানের মত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশে একাধিক জনসভা ইতিমধ্যেই করেছে। বর্তমানে নির্বাচন কমিশন করোনাভাইরাসের কারণে জনসভা মিছিল মিটিং এর ওপর নিষেদাজ্ঞা জারি করা হয়েছে। যার জন্য সম্প্রতি নরেন্দ্র মোদী ভার্চুয়াল সভাও করেন। 

Uttarakhan Poll 2022: ভোটের আগেই কি বিজেপিতে বিপিন রাওয়াতের ভাই, ধামির সঙ্গে সাক্ষাতের পরই জল্পনা

UP poll 2022: 'মোদী তাঁর আদর্শ', বিজেপিতে যোগ দিয়েই প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ অপর্ণা যাদব

Shocking Video: অধ্যক্ষ-অধ্যাপকের হাতাহাতি, সরকারি কলেজের সিসিটিভি ফুটেজ দেখে অবাক নেটদুনিয়া

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি