ভরা মঞ্চে প্রধানমন্ত্রীকে প্রণাম বিজেপি নেতার, ইশারায় তাঁকে 'শিক্ষা' দিলেন মোদী

Published : Feb 21, 2022, 02:14 AM ISTUpdated : Feb 21, 2022, 02:22 AM IST
ভরা মঞ্চে প্রধানমন্ত্রীকে প্রণাম বিজেপি নেতার, ইশারায় তাঁকে 'শিক্ষা' দিলেন মোদী

সংক্ষিপ্ত

২৩ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে চতুর্থ দফার নির্বাচন সম্পন্ন হবে। আর তার আগে রবিবার উন্নাওতে প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। মঞ্চে ওঠার পর সেখানে থাকা বিজেপি নেতাদের হাতজোড় করে নমস্কার করেন মোদী।

ভরা মঞ্চ। পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন বিজেপির নেতারা (BJP Leaders)। হাতজোড় করে তাঁদের নমস্কার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এরপরই প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। তাঁর হাতে তুলে দেওয়া হয় ভগবান রামের একটি মূর্তি (idol of Lord Rama)। ঠিক তারপরই প্রধানমন্ত্রীকে পা ছুঁয়ে প্রণাম করেন এক বিজেপি নেতা (BJP Leader Touches PM Modi's feet)। সঙ্গে সঙ্গে তাঁকে বারণ করেন মোদী। অবশ্য মুখে কোনও কথা বলেননি তিনি। শুধুমাত্র ইশারাতেই ওই নেতাকে একাজ করতে তিনি বারণ করেন।  

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (Uttar Pradesh Assembly Election 2022) তৃতীয় দফা (Third Phase of Election) সম্পন্ন হয়েছে। আরও চার দফা ভোট বাকি রয়েছে। আর সেখানে গদি ধরে রাখতে মরিয়া বিজেপি (BJP)। প্রায় প্রতিদিনই সেখানে প্রচার করতে দেখা যাচ্ছে বিজেপির কোনও না কোনও কেন্দ্রীয় নেতাকে। বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এছাড়াও এর আগে সেখানে প্রচার করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ আরও অনেককেই। 

আরও পড়ুন- আহমেদাবাদ বিস্ফোরণে বিরোধীদের ভূমিকায় মোদীর খোঁচা, উন্নাও প্রচারে হাতিয়ার সন্ত্রাসবাদ

২৩ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে চতুর্থ দফার নির্বাচন সম্পন্ন হবে। আর তার আগে রবিবার উন্নাওতে প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। মঞ্চে ওঠার পর সেখানে থাকা বিজেপি নেতাদের হাতজোড় করে নমস্কার করেন মোদী। তারপরই তাঁকে বরণ করার জন্য এগিয়ে আসেন উত্তরপ্রদেশে বিজেপির সভাপতি স্বতন্ত্র দেব সিং ও বিজেপির উন্নাও জেলা সভাপতি অবধেশ কাটিয়ার। মোদীর হাতে ভগবান রামের একটি মূর্তি তুলে দেন তাঁরা। এই পর্যন্ত সব ঠিকই ছিল। 

আরও পড়ুন- কতটা শান্তিপূর্ণ ভোট হল উত্তরপ্রদেশে, তৃতীয় দফার নির্বাচন শেষে পাল্লা ভারী কার

এদিকে মোদীর হাতে মূর্তি তুলে দেওয়ার পরই সঙ্গে সঙ্গে তাঁকে প্রণাম করেন অবধেশ। তখনই তাঁকে বারণ করেন মোদী। অবশ্য কোনও কথা বলেননি। শুধু আঙুল নেড়ে ইশারাতেই অবধেশকে এই কাজ করতে বারণ করেন তিনি। ক্যামেরাবন্দী করা হয়েছে সেই মুহূর্তও। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে বিজেপির উন্নাও জেলা সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে অবধেশকে। তার আগে উন্নাওতে বিজেপির জেলা সাধারণ সম্পাদক ছিলেন তিনি। 

আরও পড়ুন- বাড়িতে ঢুকে সবার সামনে গুলি, ভোটের মধ্যেই খুন বিজেপি নেতা

রবিবার উন্নাওতে ভাষণ দেওয়ার সময় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে একহাত নেন মোদী। তিনি বলেন, "সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের নেতাদের মনোভাব উদ্বেগজনক। এদের মতো কিছু দল সন্ত্রাসবাদীদের ব্যাপারে নরম মনোভাবই দেখিয়ে থাকেন।" তিনি অভিযোগ করেছেন, উত্তরপ্রদেশে সন্ত্রাসবাদী হামলার ১৪টি মামলায় কয়েকজন অভিযুক্তের উপর থেকে মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল সমাজবাদী পার্টি। পরবর্তীতে দেখা গিয়েছে এই অভিযুক্তরাই একাধিক বিস্ফোরণের চক্রান্তে জড়িত ছিল। সমাজবাদী পার্টির সরকার এই সন্ত্রাসবাদীদের বিচার হতে দেয়নি। উল্লেখ্য, ২০০৮ সালে আহমেদাবাদে যে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে তাতে ৫৬ জন নিহত হয়েছিলেন। ২০০ জনের বেশি আহত হয়েছিল।

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র