লখনউ-র বিজেপি অফিসে বাবার কোলে ক্ষুদে 'যোগী', গেরুয়া শিবিরের আনন্দে সামিল দেড় বছরের নভ্যা

উত্তরপ্রদেশে বিজেপির অফিসে যোগী রূপী নভ্যা।  গেরুয়া বসন, কপালে তিলক, গলায় পদ্মের মালা পরে একেবারেই সে যেনও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। 

উত্তরপ্রদেশে ( UP Elections 2022 Counting Result ) বিজেপির অফিসে যোগী রূপী নভ্যা।  গেরুয়া বসন, কপালে তিলক, গলায় পদ্মের মালা পরে একেবারেই সে যেনও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে বড়সড় সংখ্যায় ফল এনেছে বিজেপি। ফের উত্তরপ্রদেশে পদ্ম ফোঁটায় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মিমে ভরে গিয়েছে। তারই মাঝে এদিন লখনউয়ের বিজেপি অফিসে বাবার কোলে চড়ে খেলনা বুলডোজার নিয়ে এলেন যোগী রূপী নাভ্যা (Navya)।

প্রসঙ্গত, নাভ্যার বয়স মাত্র দেড় বছর। তবে এই বয়েসেই সে জনতার আকর্ষণ করে চলেছে। কারণটা হল, এই ছোট্ট বয়েসে গেরুয়া বসন, কপালে তিলক, গলায় পদ্মের মালা পরে একেবারেই উত্তরপ্রদেশের যোগী আধিত্যনাথ বেশে হাজির হয়েছে সে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বেশ নিতেই ইতিমধ্যেই সে আমজনতার নজর কেড়েছে। উল্লেখ্য, উত্তরপ্রদেশের ভোট গণনায় প্রাথমিক ট্রেণ্ডে এগিয়ে রয়েছে বিজেপি। এদিকে সমাজবাদী পার্টির শুভবতী শুক্লার থেকে ভোটে এগিয়ে রয়েছেন গোরক্ষপুর থেকে যোগী আদিত্যনাথ। এহেন পরিস্থিতিতে আনন্দের জোয়ার বিজেপি কর্মীদের মধ্যে। ঐতিহাসিক নির্বাচন হয়েছে বলে দাবি করেছে গেরুয়া শিবির। এমনই আনন্দের পরিবেশে উত্তরপ্রদেশের লখনউতে বিজেপির অফিসে খোশমেজাজে বাবার সঙ্গে উপস্থিত হয়েছে যোগী রূপী নাভ্যা।  নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, রাজ্যের ৪০৩ টি আসনের মধ্যে ২৪৫ টি আসনে এবং সমাজবাদী পার্টির প্রার্থীরা ১২১টি আসনে এগিয়ে আছে। এগিয়ে থাকা প্রার্থীদের মধ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব।

Latest Videos

 আরও পড়ুন, কমেডিয়ান হিসেবে জীবন শুরু করেছিলেন, শেষ হাসি হাসলেন তিনিই, ভগবন্তই হবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী

  এদিন সকাল পেরোতেই উত্তরপ্রদেশের নির্বাচনের ফলাফল ২০২২-এ ২৪২টি আসনে এগিয়ে থাকে বিজেপি । পাশাপাশি সপা এগিয়ে ১০২টি আসনে, বিএসপি এগিয়ে ৯টি আসনে, কংগ্রেস এগিয়ে ৪টি আসনে এবং অন্যান্যরা এগিয়ে ৩টি আসনে।  প্রসঙ্গত ১০ ফেব্রুয়ারি প্রথম দফা ভোটের সকাল থেকেই একাধিক অভিযোগ আসতে থাকে উত্তরপ্রদেশে।  প্রথম দফায় শামলি কেন্দ্রে সকাল থেকে ভোটগ্রহণ শুরুর মাঝেই ইভিএম  বিভ্রাট দেখা গিয়েছে। বেলা বাড়তেই পরিস্থিতি পুরোটাই বদলে যায়। নানা কেন্দ্র থেকে অভিযোগের পর অভিযোগ আসতেই থাকে। আরও নানাবিধ অভিযোগ তোলে বিরোধীরা। এদিন মুজাফ্ফরনগরে ভোট দিচ্ছে পোলিং এজেন্টরাই, গুরুতর  অভিযোগ  তুলেছেন সমাজবাদী প্রার্টি। নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসনকে এই বিষয়ে নজর দিতে বলেন তারা। এদিকে  ভুয়ো ভোটের অভিযোগে সমাজবাদী প্রার্টি এবং বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মিরাঠির কিঠৌর বিধানসভা কেন্দ্রে সমাজবাদী প্রার্টি এবং বিজেপি সমর্থকদের মধ্যে বচসা থেকে শুরু হয় সংঘর্ষ।পরিস্থিতি নিয়ন্ত্রন করতে লাঠি নিয়ে এগিয়ে আসে পুলিশ।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar