উত্তর প্রদেশের ভোট-ছবি, প্রথম দফায় ভাগ্য পরীক্ষা ৬২৩ জনের

প্রথম দফা নির্বাচনে অনুষ্ঠিত হবে ১০ ফেব্রুয়ারি। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। সন্ধ্যে ৬টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২০১৭ সালে ৫৮টি আসনের মধ্যে ৫৩টিতেই জিতে ছিল বিজেপি। 

উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে (UP Elections 2022) প্রথম দফা আগামিকাল অর্থাৎ ১০ ফেব্রুয়ারি (10 February)। প্রথম দফায় (First Phase) রাজ্যের ১১টি জেলার ৫৮টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। প্রার্থীর সংখ্যা ৬২৩। ১১টি জেলাসহ গোটা রাজ্যেই শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে জোর কদমে। প্রথম দফায় নির্বাচনে ১৫৬ জন প্রার্থী রয়েছেন যাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছে। প্রথম দফা নির্বাচনে রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীরও ভাগ্য পরীক্ষা  হবে। 

প্রথম দফা নির্বাচনে অনুষ্ঠিত হবে ১০ ফেব্রুয়ারি। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। সন্ধ্যে ৬টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২০১৭ সালে ৫৮টি আসনের মধ্যে ৫৩টিতেই জিতে ছিল বিজেপি। প্রথম দফার নির্বাচনে গুরুত্বপূর্ণ  কয়েকটি আসন হলঃ

Latest Videos

কাইরানা
এই কেন্দ্রে সমাজবাদী পার্টি নেতৃত্বাধীন জোটের হয়ে মনোনয়ন দাখিল করেছিলেব নাহিদ  হাসান। তবে মনোনয়ন দাখিলের পর দিনই তাঁকে জেলে পোরা হয়েছে। এখানে হাসানের প্রতিদ্বন্দ্বি তাঁর বোন ইকরা নাহিদ। বিজেপি প্রার্থী মৃগাঙ্গা সিং। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী হুকুম সিং এর কন্যা। কংগ্রেসের টিকিটে লড়ছেন আখলাক। তবে এখানে মূল লড়াই হবে বিজেপি ও সমাজবাদী পার্টির সঙ্গে। 

মুজাফ্ফর নগর 
কৃষক আন্দোলনের কেন্দ্র। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী কপিল দেব আগরওয়াল। সমাজবাদী পার্টি ও আরএসডি জোটের প্রার্থী সৌরভ স্বরূপ। কংগ্রেস প্রার্থী পণ্ডিত সুবোধ। এই কেন্দ্রে বিজেপির জয়ের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে আন্দোলনকারী কৃষক ও তাদের পদক্ষেপ। 

সারদানা
মিরাট জেলার  সারদানা ভোটরাজনৈতিতে বরাবরই আলোচনার বিষয়। মুসলিম অধ্যুষিত এই কেন্দ্রে লড়াইয়ের ময়দানে রয়েছে জাঠ, দলিত ও ঠাকুরদের ভোটও। অতুল প্রধান এসপির জোট প্রার্থী, সঈদ রিহানাদ্দিন কংগ্রেসের টিকিট পেয়েছেন। আর বিএসপি প্রার্থী সঞ্জীব ধামা। 

আগ্রা গ্রামীণ 
এই কেন্দ্রে একটা সময় একচ্ছত্র আধিপত্য ছিল চৌধুরী চরণ সিং। এবার এই কেন্দ্রে বিজেপি বাজি প্রাক্তন রাজ্যপাল বেবেরানি মৌর্য। সমাজবাদীপার্টি ও জোটের প্রার্থী মহেশ কুমার যাদব। কংগ্রেসের টিকিটে লড়বেন উপেন্দ্র সিং যাদব। তবে এই কেন্দ্রে বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে বলেও মনে করা হচ্ছে। 

মথুরা 
উত্তর প্রদেশের এই কেন্দ্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ২০০২ সাল থেকে এটি কংগ্রেসের দখলে। ২০১৭ সালে বিজেপি জিতে ছিল। তবে এবার জিতা কিছুটা হলেও কঠিন। অন্যদিকে হারানো আসন ফিরে পেতে মরিয়া কংগ্রেস। মনে করা হচ্ছে এই কেন্দ্রে বিজেপির প্রতিদ্বন্দ্বি কংগ্রেস। 

নয়ডা 
বিজেপি শক্তি ঘাঁটি। রাজনাথ সিংয়ের ছেলে পঙ্কজ এই কেন্দ্রের বিজেপির টিকিট পেয়েছেন। তিনি এই কেন্দ্রের বিধায়কও। কংগ্রেসের হয়ে ময়দানে রয়েছে পানয়খুরি পাঠক। বিএসপি টিকিট দিয়েছে কৃপারাজ শর্মা। এসপি জোট প্রার্থী সুনীল চৌধুরী।

হস্তিনাপুর 
এই কেন্দ্রে কংগ্রেস অর্চনা গৌতমকে প্রার্থী করে ভোট বৈতরনী পার করতে চাইছে। তিনি মিস বিকিনি ইন্ডিয়া নির্বাচিত হয়েছেন। বিজেপি টিকিট দিয়েছে বর্তমান বিধায়ক দীনেশ খাটিককে। এসপি প্রার্থী যোগেশ ভার্মা। 

গাজিয়াবাদ 
বিজেপির শক্ত ঘাঁটি। এই কেন্দ্রের কেন্দ্রীয় মন্ত্রী অতুল গর্গ ও টিকি না পেয়ে বিজেপি ছেড়ে বিএসপিতে যোগ দেওয়া কেকে শুক্লার মধ্যেই মূলত লড়াই হবে বলেও আশঙ্কা করা হয়েছে। 

লনি 
এই কেন্দ্রের নন্দ কিশোর গুর্জারকে বাজি ধরেছে বিজেপি। এসপি জোট প্রার্থী মদন ভাইয়া। আসরে রয়েছে কংগ্রেসের ইয়ামিন মালিক ও বিএসপির হাজি আকিল।থানাভবন কেন্দ্রে এখনও পর্যন্ত কোনও প্রার্থী জয়ের গ্যাট্রিক করতে পারেনি। সুরেশ রানা, আমিল আলম সোমাংশ প্রকাশ এখান থেকে দুবার করে জিতেছেন। এখানে লড়ছেন রাজ্যের মন্ত্রী বিজেপির সুরেশ রানা। বিএসপির প্রার্থী জহির মালিক। কংগ্রেসের ও বিএসপিও রয়েছে ভোট ময়দানে। 
৫ লক্ষ মানুষের মৃত্যু, ওমিক্রন নিয়ে আশঙ্কা প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

নেহেরুর জন্য কারও সার্টিফিকেট দরকার নেই, মোদীকে টার্গেট রাহুলের

কর্নাটকের হিজাব 'উত্তাপ' এবার মধ্যপ্রদেশ ও পুদুচেরিতে, ছড়াচ্ছে উত্তেজনা

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News