- Home
- West Bengal
- West Bengal News
- দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলির দিন বদল, দেখুন কীভাবে পাবেন মহাপ্রসাদ
দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলির দিন বদল, দেখুন কীভাবে পাবেন মহাপ্রসাদ
দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলির তারিখ পরিবর্তন করা হয়েছে। আগে ঠিক ছিল প্রসদ বিরতণ করা হবে ১৭ জুন থেকে। কিন্তু দিন বদল করা হয়েছে। বর্তমানে স্থির হয়েছে প্রসাদ বিলি হবে ২০ জুন থেকে।

দিঘার জগন্নাথ মন্দির
দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি করার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘরে বসেই প্রসাদ
দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ এমনভাবেই বিলি করা হবে যাতে রাজ্যের প্রত্যেক বাসিন্দা বাড়িতেই বসে প্রসাদ পাবে।
তরিখ বদল
তবে প্রসাদ বিলির তারিখ পরিবর্তন করা হয়েছে। আগে ঠিক ছিল প্রসদ বিরতণ করা হবে ১৭ জুন থেকে। কিন্তু দিন বদল করা হয়েছে। বর্তমানে স্থির হয়েছে প্রসাদ বিলি হবে ২০ জুন থেকে।
প্রসাদ পৌঁছাবে
৪ জুলাইয়ের মধ্যে প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে যাবে।
সোমবার নির্দেশিকা
সোমবার একটি নির্দেশিকা জারি করা হয়েছে এই মর্মে। সেখানে বলা হয়েছে দুয়ারে রেশন-এর মাধ্যমে ঘরে ঘরে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়া হবে।
রেশন ডিলারদের সঙ্গে যোগাযোগ
নির্দেশিকায় আরও বলা হয়েছে জগন্নাথ মন্দিরের প্রসাদ পেতে নিজের রেশন রেশন ডিলারদের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। রেশন কার্ড সক্রিয় করার কথাও বলা হয়েছে
রেশন ডিলারদের পুরষ্কার
রাজ্য সরকার, যারা দুয়ারে রেশন - প্রকল্পের মাধ্যমে সুষ্ঠুভাবে প্রসাদ বিতরণ করবে তাদের আর্থিক পুরষ্কার দেবে বলেও জানিয়েছে।
৩০০ কেজি খোয়া ক্ষীর
দিঘার জগন্নাথদেবের কাছে নিবেদন করা হয়েছিল ৩০০ কেজি খোয়া ক্ষীর। তাই মহাপ্রসাদ আকারে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।
তৈরি হবে প্যাঁড়া মিষ্টি
প্রত্যেক জেলাশাসকের নির্দেশ মতো প্রতিটি ব্লকে মিষ্টি তৈরির জন্য ময়রাদের নামের তালিকা ইতিমধ্যে তৈরি করে দেওয়া হয়েছে। সেখান থেকেই গজা ও পেঁড়া বানানো হবে। সঙ্গে আলাদা একটি সন্দেশ, সেই সন্দেশেই মিশবে প্রসাদি খোয়া ক্ষীর।
প্যাকেজিং
প্রসাদের সঙ্গে জগন্নাথ মন্দিরের একটি ছবিও থাকবে বাক্সে। পুরো প্যাকেজিংয়ের দায়িত্বে রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠী।

