চাকরিপ্রার্থীদের বড় খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ জট কাটল উচ্চ প্রাথমিকের ১৪ হাজার শূন্যপদে নিয়োগের

Published : Oct 25, 2024, 12:05 PM IST
Supreme Court

সংক্ষিপ্ত

উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু ওই নির্দেশ সংরক্ষণ বিরোধী, এই দাবি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজীব ব্রহ্ম-সহ কয়েকজন চাকরিপ্রার্থী। 

উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলা খারিজ সুপ্রিম কোর্টে। হাইকোর্টের নির্দেশ মেনেই হবে ১৪ হাজার শূন্যপদে নিয়োগ। জানিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। যার অর্থ উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় কোনও রকম হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট।

উচ্চ প্রাথমিকে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু ওই নির্দেশ সংরক্ষণ বিরোধী, এই দাবি তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজীব ব্রহ্ম-সহ কয়েকজন চাকরিপ্রার্থী। ফলে নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে জটিলতা তৈরি হয়। তবে এবার সুপ্রিম কোর্টের নির্দেশে সেই জট কাটল বলেও মনে করছে অনেকে।

শুক্রবার এই মামলা ওঠে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। আদালত জানিয়েছে ১৪ হাজার শূন্যপদে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ করা হবে। নিয়োগপত্র দিতে বাধা নেই। নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। গত ২৮ আগস্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল, নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকেষ তার ভিত্তিতেই কাউন্সেলিং করে চাকরিতে নিয়োগ করতে হবে। আদালতের রায়ের ফলে আট বছর পরে ১৪০৫২ পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল এসএসসি। শীর্ষ আদালতে মামলা দায়ের হওয়ায় আবারও প্রক্রিয়া থমকে যায়। ২০১৫ সাল থেকেই এই প্রক্রিয়া আটকে রয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে এই মামলায় জট কাটল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র