বিপর্যস্ত ওড়িশা! বাতিল হল একাধিক ফ্লাইট ও ট্রেন, পশ্চিমবঙ্গে আর কতক্ষণের মধ্যে ঢুকবে এই ঘূর্ণিঝড়?

বিপর্যস্ত ওড়িশা! বাতিল হল একাধিক ফ্লাইট ও ট্রেন, পশ্চিমবঙ্গে আর কতক্ষণের মধ্যে ঢুকবে এই ঘূর্ণিঝড়?

বৃহস্পতিবার গভীর রাতে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার উপকূলীয় জেলাগুলোর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। ঘণ্টায় ১১০ কিলোমিটারের বেশি গতিবেগ সহ ঝড় বইছে উপকূলবর্তী অঞ্চলে।

পশ্চিমবঙ্গেও দেখা গিয়েছে তীব্র বৃষ্টিপাত। মধ্যরাতের পর থেকে শুরু হয় ল্যান্ডফল প্রক্রিয়া । ঝড়টি ধামারা জেলা থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে রয়েছে এরপর ওড়িশার মধ্য ও পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুপুরের আগে দুর্বল হয়ে "ঘূর্ণিঝড়ে" পরিণত হবে বলে আশা করা যাচ্ছে। এর ফলে 'তীব্র ঘূর্ণিঝড়' পশ্চিমবঙ্গে আর ঢুকবে না বলেই মনে করছেন কর্মকর্তারা।

Latest Videos

ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টিপাতের ফলে ভানসাবা, ভদ্রক এবং ধামরা সহ বেশ কয়েকটি এলাকা বিধ্বস্ত হয়ে গিয়েছে। পড়ে গিয়েছে একাধিক গাছ। একাধিক কাঠামো ভেঙে পড়েছে।

দানার কারণে বেশ কয়েকটি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে ওড়িশা ও পশ্চিমবঙ্গে। ঝাড়খণ্ডের কিছু অংশের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে এবং বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রতিক্রিয়ায় দুই প্রতিবেশী রাজ্য দিয়ে যাওয়া ৪০০ টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে।

                              আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today