
Narendra Modi-Donald Trump: ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র্রের কূটনৈতিক সম্পর্কের (India-USA Relations) উন্নতির চেষ্টা না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখা? কী করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? শনিবার নয়াদিল্লিতে (New Delhi) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সের্জিও গোর (US Ambassador-designate Sergio Gor) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ট্রাম্পের পক্ষ থেকে যে বার্তা দিয়েছেন, তাতে জল্পনা বাড়ছে। প্রধানমন্ত্রীর হাতে এক বিশেষ উপহার তুলে দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। এই উপহার হল এক ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে, হোয়াইট হাউসে (White House) দুই রাষ্ট্রপ্রধান। এই ছবির উপর স্বাক্ষর করেছেন ট্রাম্প। সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন, 'প্রধানমন্ত্রী, আপনি মহান।' প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়, বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে আলোচনা করেছেন।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া ভারতীয় পণ্যগুলির উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। যা নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের (New Delhi-Washington relations) সম্পর্কের অবনতি হয়েছে। এই পরিস্থিতি ট্রাম্পের বার্তা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বাণিজ্য নিয়ে আলোচনা তাৎপর্যপূর্ণ। ট্রাম্পের বার্তা বিশেষ ইঙ্গিতবাহী হতে পারে।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, 'ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোরের সঙ্গে দেখ করে আনন্দ হল। অমার আশা, তিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত থাকাকালীন ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব কৌশলগত বোঝাপড়া আরও মজবুত হয়ে উঠবে।' মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে মহান ও ব্যক্তিগত বন্ধু মনে করেন।' মার্কিন রাষ্ট্রদূত আরও জানিয়েছেন, তাঁদের আলোচনায় বাণিজ্য, প্রতরক্ষা ও প্রযুক্তি ছাড়াও খনিজ সম্পদের বিষয় উঠে এসেছে। কিন্তু মার্কিন শুল্কের বিষয়ে কোনও কথা হল কি না, সে বিষয়ে কিছু জানাননি মার্কিন রাষ্ট্রদূত। কূটনৈতিক সম্পর্ক আর দুই রাষ্ট্রপ্রধানের বন্ধুত্ব আলাদা বিষয়। ফলে এখনই ভারত-মার্কিন সম্পর্কের উন্নতি হবে কি না বলা কঠিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।