'প্রধানমন্ত্রী, আপনি মহান,' ট্রাম্পের বার্তা নিয়ে মোদীর কাছে মার্কিন রাষ্ট্রদূত

Published : Oct 12, 2025, 08:02 AM ISTUpdated : Oct 12, 2025, 08:13 AM IST
Sergio Gor Meets PM Modi

সংক্ষিপ্ত

India-USA Relations: গত কয়েক মাসে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) এখন চাপে পড়ে ভারতের সঙ্গে বন্ধুত্বের বার্তা দিচ্ছেন।

DID YOU KNOW ?
মোদী-ট্রাম্পের বন্ধুত্ব
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিকবার বন্ধুত্বের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Narendra Modi-Donald Trump: ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র্রের কূটনৈতিক সম্পর্কের (India-USA Relations) উন্নতির চেষ্টা না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখা? কী করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? শনিবার নয়াদিল্লিতে (New Delhi) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সের্জিও গোর (US Ambassador-designate Sergio Gor) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ট্রাম্পের পক্ষ থেকে যে বার্তা দিয়েছেন, তাতে জল্পনা বাড়ছে। প্রধানমন্ত্রীর হাতে এক বিশেষ উপহার তুলে দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। এই উপহার হল এক ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে, হোয়াইট হাউসে (White House) দুই রাষ্ট্রপ্রধান। এই ছবির উপর স্বাক্ষর করেছেন ট্রাম্প। সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লিখেছেন, 'প্রধানমন্ত্রী, আপনি মহান।' প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়, বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে আলোচনা করেছেন।

ভারত-মার্কিন সম্পর্কের উন্নতি হবে?

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া ভারতীয় পণ্যগুলির উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। যা নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের (New Delhi-Washington relations) সম্পর্কের অবনতি হয়েছে। এই পরিস্থিতি ট্রাম্পের বার্তা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বাণিজ্য নিয়ে আলোচনা তাৎপর্যপূর্ণ। ট্রাম্পের বার্তা বিশেষ ইঙ্গিতবাহী হতে পারে।

বন্ধুত্বের বার্তা ট্রাম্পের

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, 'ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোরের সঙ্গে দেখ করে আনন্দ হল। অমার আশা, তিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত থাকাকালীন ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব কৌশলগত বোঝাপড়া আরও মজবুত হয়ে উঠবে।' মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীকে মহান ও ব্যক্তিগত বন্ধু মনে করেন।' মার্কিন রাষ্ট্রদূত আরও জানিয়েছেন, তাঁদের আলোচনায় বাণিজ্য, প্রতরক্ষা ও প্রযুক্তি ছাড়াও খনিজ সম্পদের বিষয় উঠে এসেছে। কিন্তু মার্কিন শুল্কের বিষয়ে কোনও কথা হল কি না, সে বিষয়ে কিছু জানাননি মার্কিন রাষ্ট্রদূত। কূটনৈতিক সম্পর্ক আর দুই রাষ্ট্রপ্রধানের বন্ধুত্ব আলাদা বিষয়। ফলে এখনই ভারত-মার্কিন সম্পর্কের উন্নতি হবে কি না বলা কঠিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৫০
ভারতীয় পণ্যগুলির উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প।
মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি হওয়া ভারতীয় পণ্যগুলির উপর ৫০ শতাংশ শুল্ক জারি করা হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

8th Pay Commission কবে থেকে বাস্তবায়িত হবে? বড় আপডেট দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক
নির্বাচনী সংস্কার নিয়ে লোকসভায় বিতর্ক, নির্বাচন কমিশনকে আক্রমণ রাহুলের