'অকেজো' চিনা প্রতিরক্ষা ব্যবস্থা! ভারতের তাণ্ডব দেখা ছাড়া কিস্যু করতে পারল না পাকিস্তান

Published : May 08, 2025, 07:08 PM IST

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বেজিংয়ের ওপর নির্ভরশীল পাকিস্তান। কিন্তু, যুদ্ধ পরিস্থিতিতে সেগুলি যে আদৌ কোনও কাজের নয়, ‘অপারেশন সিঁদুর’-এর পর আবার তা প্রমাণ হয়ে গিয়েছে। এয়ারস্ট্রাইকের রাতে ভারতের তাণ্ডব দেখা ছাড়া কিস্যু করতে পারল না পাকিস্তান।

PREV
121

ভারতের এক রাতের হামলায় ভেঙে গুঁড়িয়ে গিয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গি ঘাঁটি।

221

সূত্রের খবর, সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ শিবিরগুলি ধ্বংস করতে ছোড়া হয় স্ক্যাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং হ্যামার।

421

মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পুরোপুরি বেজিংয়ের ওপর নির্ভরশীল পাকিস্তান।

521

কিন্তু, যুদ্ধ পরিস্থিতিতে সেগুলি যে আদৌ কোনও কাজের নয়, ‘অপারেশন সিঁদুর’-এর পর আবার তা প্রমাণ হয়ে গিয়েছে।

621

এয়ারস্ট্রাইকের রাতে ভারতের তাণ্ডব দেখা ছাড়া কিস্যু করতে পারল না পাকিস্তান।

721

ভারতের মিসাইলগুলিকে চিহ্নিত করতে বা আটকাতে পারেনি ইসলামাবাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম)। ফলে পাক সেনার পাশাপাশি মুখ পুড়েছে চিনেরও।

821

ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা আটকানোর জন্য পাক সেনাবাহিনীর হাতে রয়েছে ছ’টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

921

সেই তালিকায় প্রথমেই রয়েছে চিনের তৈরি এইচকিউ-৯পি/এইচকিউ-৯বিই-র নাম। ১০০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত সুরক্ষা দিতে পারে এই এয়ার ডিফেন্স সিস্টেম। বেজিং-এর এই হাতিয়ারেও রয়েছে এইএসএ রাডার এবং ১৪ ম্যাক গতির ক্ষেপণাস্ত্র।

1021

মূলত লাহোর এবং রাজধানী ইসলামাবাদের নিরাপত্তা নিশ্চিত করতে এইচকিউ-৯পি/এইচকিউ-৯বিই মোতায়েন রেখেছে পাক ফৌজ। মাঝ-আকাশে ক্ষেপণাস্ত্র বা লড়াকু জেট ধ্বংস করাই তাদের উদ্দেশ্য।

1121

এ ছাড়া ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রকে আটকাতে ড্রাগনের এলওয়াই-৮০/এলওয়াই-৮০ই নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর ভরসা রেখেছেন রাওয়ালপিন্ডির সেনাকর্তারা।

1221

প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, ৪০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত এলাকায় সুরক্ষা দিতে পারে এলওয়াই-৮০/এলওয়াই-৮০ই। এর ভিতরে থাকা ক্ষেপণাস্ত্রের গতিবেগ ২.৫ ম্যাক।

1321

এ ছাড়া স্ক্যাল্প ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে চিনের থেকে এফএম-৯০ নামের একটি বিশেষ ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনে ইসলামাবাদ। হাতিয়ারটি ১৫ কিলোমিটার পর্যন্ত এলাকার সুরক্ষা প্রদান করতে সক্ষম বলে দাবি করে ড্রাগন।

1421

কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল, ‘অপারেশন সিঁদুর’ চলাকালীন এগুলির কোনওটাই কাজ করেনি।

1521

স্ক্যাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র চিহ্নিতকরণ এবং ধ্বংসের জন্য রাখা এফএম-৯০ বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাটিও পুরোপুরি ব্যর্থ হওয়ায় ড্রাগনের অত্যাধুনিক হাতিয়ারের কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

1621

২০২২ সালের ৯ মার্চ ভুলবশত ভারত থেকে ছোড়া একটি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাকিস্তানের ভিতরে ১২০ কিলোমিটার উড়ে গিয়ে লাহৌর সংলগ্ন মিয়া চন্নু এলাকায় আছড়ে পড়ে।

1721

ওই সময়েও সেটিকে চিহ্নিত করতে পারেনি ইসলামাবাদের চিনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

1821

২০১৯ সালে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বালাকোটে জইশ-ই-মহম্মদ জঙ্গিদের প্রশিক্ষণ শিবিরে ‘এয়ার স্ট্রাইক’ করে ভারতীয় বায়ুসেনা। এতে ফ্রান্সের তৈরি মিরাজ-২০০০ যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছিল।

1921

২০১৯ সালে বালাকোটে বিমানহানার সময়েও কোনও ভারতীয় লড়াকু জেটকে আটকাতে পারেনি পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

2021

সূত্রের খবর, ‘অপারেশন সিঁদুর’-এ ফরাসি যুদ্ধবিমান রাফালকে ময়দানে নামায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

2121

যদিও সরকারি ভাবে এই নিয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। বিশ্লেষকদের কথায়, যে ব্যবস্থা মিরাজকে চিহ্নিত করতে ব্যর্থ, তার পক্ষে রাফালের গতিবিধি ধরা যে অসম্ভব, তাতে কোনও সন্দেহ নেই।

Read more Photos on
click me!

Recommended Stories