Ayodhya Ram Temple: রাম মন্দিরের নির্মাণকাজ পরিদর্শন করলেন যোগী আদিত্যনাথ, দেখে নিন মন্দিরের অন্দরের ছবি

মন্দিরের চারিদিকে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার মন্দিরের নির্মাণকাজ স্বয়ং এসে খতিয়ে দেখেছেন যোগী আদিত্যনাথ।

Sahely Sen | Published : Dec 22, 2023 10:25 AM IST / Updated: Dec 27 2023, 10:30 AM IST

117

‘৫০০ বছরের সংগ্রামের পর অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির’, এমনই মন্তব্য করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

217

হিন্দু ধর্মীয় মানুষদের বহু প্রতীক্ষিত রাম মন্দিরের দ্বারোদঘাটন করা হবে ২০২৪ সালের ২২ জানুয়ারি। 

317

দ্বারোদঘাটনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পর থেকেই ব্যাপকভাবে শুরু হয়ে গেছে নির্মাণের শেষ পর্বের তোড়জোড়।

417

ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে মন্দিরের ভেতরকার ছবি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগুন্তি শিল্পীরা নিখুঁতভাবে সম্পন্ন করেছেন মন্দিরের কারুকাজ। 

517

মন্দিরের চারিদিকে রাখা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার মন্দিরের নির্মাণকাজ স্বয়ং এসে খতিয়ে দেখেছেন যোগী আদিত্যনাথ। 

617

বৃহস্পতিবার সকালে ১১টা নাগাদ প্রথমে রামকথা হেলিপ্যাডে এসে পৌঁছেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি গেছেন হনুমানগাড়ি। 

717

হনুমানগাড়ির পর শ্রী রাম জন্মভূমি কমপ্লেক্সে গিয়ে তিনি ভগবান শ্রী রামের উদ্দেশে পুজো অর্পণ করেছেন। 

817

এরপরেই অযোধ্যার নব-নির্মীয়মাণ রাম মন্দিরের কাজ পরিদর্শন করতে গেছেন যোগী। 

917

মন্দিরের কাজ এবং রামমূর্তির আসন পরিদর্শনের পর তিনি এদিন দুপুরে পৌঁছেছেন কমিশনারের অফিসে। সেখানে মন্দিরের জন্য উপযুক্ত আইনশৃঙ্খলা পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। 

1017

রাম মন্দিরের নির্মাণকাজ যত এগোচ্ছে, ততই বাড়ছে ভিভিআইপি দর্শনার্থীদের ভিড়। প্রত্যেকদিনই এখানে এসে উপস্থিত হচ্ছেন বহু উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা। 

1117

বিভিন্ন জেলা, রাজ্য এবং কেন্দ্রের সাংবিধানিক পদে অধিষ্ঠিত উচ্চপদস্থ রাজনীতিবিদ, বিচারক এবং সেনাপ্রধানরাও মন্দিরের কাজ দর্শন করতে আসছেন। 

1217

এরই ধারাবাহিকতায় বুধবার অযোধ্যায় রাম মন্দির পরিদর্শনে এসেছিলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। 

1317

রামলালার পায়ে মাথা নত করে এবং আরতি নিবেদন করে নির্মাণাধীন মন্দিরটি ঘুরে দেখেন মনোজ পাণ্ডে। 

1417

পরিদর্শনের সময় তাঁকে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টিরা স্বাগত জানিয়েছেন। 

1517

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অযোধ্যার বিখ্যাত রাম মন্দিরের দরজা খুলে যাবে।

1617

রাম মন্দির উদ্বোধনের জন্য শুভ দিন হিসেবে ধার্য করা হয়েছে আসন্ন ২২ জানুয়ারি তারিখটিকে। 

1717

নতুন বছরের শুরুতেই হিন্দু ধর্মীয় মানুষদের জন্য রাম মন্দিরের উদ্বোধন এক মহা সমারোহের সূচনা। ২২ জানুয়ারি বেলা ১২ টা বেজে ২০ মিনিটে খোলা হবে মন্দিরের দ্বার। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!
Recommended Photos