DA Hike: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাল মিলিয়ে এবার মহার্ঘ ভাতা, ২% ডিএ বৃদ্ধি নতুন বছরের আগেই

Published : Apr 13, 2025, 12:10 PM IST

Dearness Allowance: সম্প্রতি কেন্দ্রীয় সরকার কেন্দ্রের সরকারি কর্মীদের জন্য ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল। তারপরই এই রাজ্যের সরকার ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। 

PREV
110
কেন্দ্রের পরপরই ডিএ বৃদ্ধি

সম্প্রতি কেন্দ্রীয় সরকার কেন্দ্রের সরকারি কর্মীদের জন্য ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল। তারপরই এই রাজ্যের সরকার ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে।

210
২% ডিএ বৃদ্ধি

এই রাজ্যের সরকার রাজ্যের সরকারি কর্মীদের জন্য ২% হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে।

410
উপকৃত হবেন অবসরপ্রাপ্তরাও

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও।

510
ঘোষণা যোগী আদিত্যনাথের

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি কর্মীদের জন্য ২% হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন।

610
কার্যকর হবে

কেন্দ্রের মত উত্তরপ্রদেশ সরকারের ডিএ ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। প্রেশের শেষেই হাতে পাবেন তাঁরা।

710
ডিএ হার

এতদিন ৫৩% হারে ডিএ পেতেন যোগী রাজ্যের রাজ্য সরকারি কর্মীরা। এবার থেকে তার পরিমাণ হল ৫৫ শতাংশ।

810
ডিএ পাবেন

সরকারি কর্মচারীরা ২০২৫ সালের এপ্রিল মাসের বেতনের সাথে সংশোধিত ডিএ পাবেন। আগামী মে মাসের বেতনের সাথে তা প্রদান করা হবে।

910
ডিএর সঙ্গে এরিয়ার

জানুয়ারি-মার্চ সময়কালের বকেয়াও মে তে পাবেন সরকারি কর্মীরা। অর্থাৎ ডিএ বৃদ্ধির পাশাপাশি এরিয়ার হাতে পাবেন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা

1010
কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাল মিলিয়ে ডিএ বৃদ্ধি

সম্প্রতি সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ২ শতাংশ ডিএ-র ঘোষণা করেছেন কেন্দ্র। সেই পথে হেঁটেই এবার উত্তরপ্রদেশ সরকার ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিল।

click me!

Recommended Stories