Published : Apr 12, 2025, 05:05 PM ISTUpdated : Apr 12, 2025, 05:12 PM IST
BJP presidential election: দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। এবার হবে বিজেপির সভাপতি নির্বাচন। কিন্তু হবে ঘোষণা হবে নতুন সভাপতির নাম - তাকিয়ে কয়েছে গোটা দেশ।
উত্তরপ্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গের মত কয়েকটি রাজ্যের সভাপতির নাম ঘোষণা করতে। সূত্রের খবর আগামী সপ্তাহের মধ্যেই এই রাজ্যগুলির সভাপতি নির্বাচন সম্পন্ন হবে।
510
জাতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া
বিজেপি সূত্রের খবর ১৯ জন রাজ্য সভাপতির নাম ঘোষণার পরই দলের পরবর্তী জাতীয় সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। বিজেপির সভাপতি নির্বাচনের জন্য ৫০ শতাংশ রাজ্য সাংগঠনির নির্বাচন অপরিহার্য। তা ইতিমধ্যেই হয়েছে।
610
এপ্রিলের শেষে জাতীয় সভাপতি
বিজেপি সূত্রের খবর এপ্রিল মাসের শেষের দিকেই জাতীয় সভাপতির নাম ঘোষণা করা হবে পারে। বিজেপির সভাপতিকে অবশ্যই ছাড়পত্র পেতে হবে আর্দশিক পরামর্শদাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। একদিকে মোদী - শাহের ঘনিষ্ট হতে হবে।্ অন্যদিক দিকে মোহন ভাগবতদের সঙ্গে সুসম্পর্ক থাকতে হবে।
710
বর্তমান সভাপতি
বর্তমানে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি তাঁর সভাপতি থাকের অন্তরায়।
810
বাংলার সভাপতি নির্বাচন বাকি
এখনও বাংলায় বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন বাকি রয়েছে। সূত্রের খবর আগামী সপ্তাহে নাম ঘোষণা করা হতে পারে।
910
সভাপতির দৌড়
বাংলায় সভাপতিকর দৌড়ে রয়েছে দিলীপ ঘোষ, স্বপন দাসগুপ্ত-সহ একাধিক নেতা। দৌড়ে রয়েছে দুই মহিলা নেত্রী অগ্নিমিত্রা পল আর লকেট চট্টোপাধ্য়ায়ও।
1010
বিধানসভা নির্বাচন
আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপির নতুন সভাপতি নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এবার রাজ্যের বিরোধী দল বিজেপি। সরকার গঠনে মরিয়া চেষ্টা করছেন শুভেন্দু-সুকান্তরা।