গলা কেটে প্রেমিকাকে খুন! মুখে নেই সামান্য অনুতাপের লেশ, হাড় হিম করা ভিডিও দেখলে ঘুম উড়ে যাবে
“আড়াই বছর ধরে আমার উপার্জন খেয়েছে, আমাকে ঠকিয়েছে, আমি খুন করে ফেলেছি, যদি বন্ধুরাও ঠকায় তাদেরও মেরে ফেলব” হাসতে হাসতে বলে উঠল অপরাধী। উত্তরপ্রদেশে ঘৃণ্য ঘটনা! প্রেমে ধোকা খাওয়ায় প্রেমিকার গলা কেটে খুন! অবশ্য তাতে নেই বিন্দুমাত্র অপরাধবোধ। সঞ্জয়ের দত্তের ফ্যান তাই 'খলনায়ক' 'বল্লু বলরামে'র মত সে ভিডিওতে জোর গলায় এমনই দাবি করল অপরাধী।
জীবনে কী করতে চাও? তাকে জিজ্ঞাসা করা হলে অপরাধী বলে, “ আগে তো শাস্তি শেষ হোক, তারপর ভেবে দেখব”। ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে অভিযুক্তের জবানবন্দির ভিডিওটিও। যেখানে তাকে বলতে শোনা গিয়েছে, "ভালোবাসায় প্রতারণার একটাই শাস্তি। মৃত্যুদণ্ড। ছোরা দিয়ে মাথা কেটে ফেলো। আমিও কেটে ফেলেছি প্রেমিকার মাথা।" এই ভিডিওতে নিজেকে বাল্লু বলে পরিচয় দিয়েছে এই অপরাধী। যদিও তার আসল নাম আদনান।
এতবড় অপরাধ করেও বিন্দুমাত্র অপরাধবোধ নেই আদনানের। উল্টে গা শিউরে ওঠার মতো হাসি হাসছে আদনান। এ ছাড়াও এই ভিডিওতে আদনান বলেছে,"আমার পরিবারের সদস্যদের গায়ে যদি স্পর্শও করা হয় সবাইকে মেরে ফেলব আমি। সবার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেব।"
এ ছাড়াও বহু অসংলগ্ন কথা বলেছে এই খুনি। বলা হয়েছে তাকে যেন এনকাউন্টার না করা হয়। একজনকে মারলে নাকি এনকাউন্টার করা যায় না। দশ জন বা তার বেশি লোককে মারলে তখনই নাকি এনকাউন্টার করা যায়। যে তরুণীকে মারা হয়েছে তার নাম আসমা। ইতিমধ্যেই ময়না তদন্তে পাঠান হয়েছে আসমার দেহ।