Uttar Pradesh: মাকে গুলি, স্ত্রীকে হাতুড়ির বাড়ি, ৩ সন্তানকে ছাদ থেকে ফেলে খুন করে আত্মহত্যা

Published : May 11, 2024, 01:12 PM ISTUpdated : May 11, 2024, 01:46 PM IST
murder

সংক্ষিপ্ত

নেশার ঘোরে অনেকেই নানা দুষ্কর্ম ঘটিয়ে ফেলে। কিন্তু উত্তরপ্রদেশের সীতাপুরে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেরকম নজির খুব বেশি নেই। এই ঘটনায় সবাই স্তম্ভিত হয়ে গিয়েছেন।

মা, স্ত্রী, ৩ সন্তানকে নৃশংসভাবে খুন করার পর আত্মহত্যা করল এক নেশাগ্রস্ত ব্যক্তি। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুরের রামপুর মথুরার পালহাপুর গ্রামে। ঘটনাস্থল লখনউ থেকে ৯০ কিলোমিটার দূরে। যে পদ্ধতিতে পরিবারের সবাইকে খুন করেছে এই ব্যক্তি, তাতে সবাই হতবাক হয়ে গিয়েছে। গ্রামবাসীরা এই ঘটনায় শোকাহত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনুরাগ সিং (৪২) নামে এই ব্যক্তি মাদকের নেশা করত। পাশাপাশি সে মদ্যপও ছিল। পরিবারের সবাই নেশা ছাড়ানোর লক্ষ্যে তাকে নেশামুক্তি কেন্দ্রে পাঠানোর চেষ্টা করছিল। কিন্তু তাতে রাজি ছিল না অনুরাগ। এই নিয়ে মা ও স্ত্রীর সঙ্গে তার নিয়মিত ঝগড়া হত। প্রচণ্ড নেশা করার ফলে মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলেছিল অনুরাগ। শনিবারও মা, স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এরপরেই মা সাবিত্রীকে (৬৫) গুলি করে মারে অনুরাগ। এরপর সে স্ত্রী প্রিয়াঙ্কাকে (৪০) হাতুড়ি দিয়ে মেরে খুন করে। এরপর সে ৩ সন্তানকে বাড়ির ছাদ থেকে ফেলে খুন করে। তার সন্তানদের বয়স ১২, ৯ ও ৬ বছর। পরিবারের সবাইকে মারার পর গুলি চালিয়ে আত্মহত্যা করে অনুরাগ।

ভয়ঙ্কর অপরাধের তদন্ত শুরু

এই খুন ও আত্মহত্যার ঘটনা পালহাপুর গ্রামের নিস্তরঙ্গ জীবনে চাঞ্চল্য তৈরি করেছে। গ্রামবাসীরা ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন। গ্রামের সবাই এই ঘটনায় আতঙ্কিত। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। বাড়ি ও আশেপাশের অঞ্চল ঘিরে রেখেছে পুলিশ। ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। পুলিশ আধিকারিকরা এই ঘটনা খতিয়ে দেখছেন।

ছত্তীশগড়েও পরিবারের সবাইকে খুন

উত্তরপ্রদেশের মতোই ছত্তীশগড়ের কোরবা জেলায় পরিবারের সবাইকে খুন করেছে এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুনির নাম জয়রাম রজক (২৮)। সে স্ত্রী সুজাতা রজক (২৫) ও ২ বছরের মেয়ে জয়সীকাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শেখ শাহজাহানের হাতে খুন হয়েছিলেন বাবা, উচ্চমাধ্যমিকে দুর্দান্ত ফল করে ছেলে হতে চায় আইপিএস

Ecuador: ইনস্টাগ্রাম পোস্টই কাল হল, অবস্থান জেনে মিস ইকুয়েডর প্রতিযোগীকে খুন

প্রাক্তন প্রেমিকাকে জব্দ করতে মারণ ফাঁদ! পার্সেল পাঠিয়ে জোড়া খুন ভাদোলিতে

PREV
click me!

Recommended Stories

Today live News: ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?
দেশজুড়ে ইন্ডিগো-র উড়ান পরিষেবায় বিপর্যয়, সিইও-কে শোকজ নোটিস কেন্দ্রের