শিক্ষিকার বাড়ি গিয়ে স্নানের ভিডিও তুলে ব্ল্যাকমেল! গ্রেফতার কিশোর ও ৩ বন্ধু

Published : Oct 06, 2024, 05:38 PM ISTUpdated : Oct 06, 2024, 05:59 PM IST
man-arrested-for-removing-condom-secretly-while-having-sex

সংক্ষিপ্ত

শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কি পড়ুয়াদের শ্রদ্ধা নেই? উত্তরপ্রদেশের আগরায় যে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, তাতে এই প্রশ্নই উঠছে। এই ঘটনার নিন্দায় সারা দেশ।

শিক্ষিকার বাড়িতে পড়তে যেত। ফলে তাঁর বাড়ির সব জায়গা জানা হয়ে গিয়েছিল। মনে মনে কু-মতলব আঁটছিল। একদিন গিয়ে গোপনে শিক্ষিকার স্নানের ভিডিও তোলে। তারপর বন্ধুদের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে দেয় দশম শ্রেণির ওই পড়ুয়া। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ পেজ থেকে পোস্ট করা হয়। এই ভিডিও দেখিয়ে শিক্ষিকাকে ব্ল্যাকমেল শুরু করে ওই পড়ুয়া। সে শিক্ষিকাকে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার জন্য চাপ দিচ্ছিল। এই ঘটনার জেরে অবসাদে ভুগতে শুরু করেন শিক্ষিকা। তিনি আত্মহত্যার চেষ্টাও করেন। এক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এই ঘটনার কথা জানতে পারে পুলিশ। এরপর অভিযুক্ত কিশোর ও তার তিন বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কিশোর বয়সেই মনে অপরাধের বীজ!

পুলিশ সূত্রে খবর, নিজের বাড়িতেই ছাত্রছাত্রীদের পড়াতেন ওই শিক্ষিকা। পড়ুয়াদের মধ্যে দশম শ্রেণির এই ছাত্রও ছিল। তার মনে যে অপরাধ রয়েছে, তা বুঝতে পারেননি শিক্ষিকা। একদিন পড়তে এসে গোপনে শিক্ষিকার স্নানের ভিডিও নিজের মোবাইল ফোনে রেকর্ড করে এই পড়ুয়া। এরপরেই তার স্বরূপ প্রকাশ পায়। সে এই ভিডিও দেখিয়ে শিক্ষিকাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে শিক্ষিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য জোর করতে থাকে। শিক্ষিকা তাতে রাজি না হওয়ায় ভিডিওটি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেয় এই ছাত্র। তার ফোন নাম্বার ব্লক দেন শিক্ষিকা। এই রাগে শিক্ষিকার স্নানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার ব্যবস্থা করে এই পড়ুয়া। শিক্ষিকার আরও অভিযোগ, তার বন্ধুদের সঙ্গেও শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেয় এই পড়ুয়া।

অভিযুক্তর সঙ্গীর খোঁজে পুলিশ

আগরা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। যে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে, তার খোঁজ চালানো হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

UP Gang Rape: গণধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল, দুই কিশোরীর ঝলন্ত দেহ উদ্ধার যোগীরাজ্যে

Cyber Crime: স্ত্রীর নগ্ন ছবি দেখিয়ে স্বামীকে ব্ল্যাকমেল, জঙ্গলে পুলিশের পাতা জালে এক

ওয়ো রুমে দম্পতির গোপন ভিডিও তুলে ব্ল্যাকমেল, নয়ডা পুলিশের তৎপরতায় গ্রেপ্তার ৪

PREV
click me!

Recommended Stories

প্রার্থী পদ বিক্রি ৫ কোটিতে, এই দাবির পরই নভজ্যোত সিধু ও তাঁর স্ত্রীকে সাসপেন্ড করল কংগ্রেস
৮২৭ কোটি টাকা যাত্রীদের এখনও পর্যন্ত ফেরত দিয়েছে , বিবৃতি দিয়ে জানিয়ে দিল IndiGo