Crime News: প্রেমিককে বিয়ে করতে বাধা! মহিলাকে খুন করে ৪ মাস আগেই পুঁতে দিয়েছিল জিম প্রশিক্ষক

Published : Oct 27, 2024, 10:23 AM ISTUpdated : Oct 27, 2024, 10:24 AM IST
crime

সংক্ষিপ্ত

নিখোঁজ হওয়ার ৪ মাস পরে জেলা শাসকের বাংলোর কাছে উদ্ধার মহিলার দেহ। অভিযুক্ত জিম প্রশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

চার মাস আগে নিখোঁজ হওয়া উত্তর প্রদেশের এক মহিলার দেহ উদ্ধার হল কানপুরের জেলা শাসকের বাংলোর কাছেই। মহিলাকে খুন করা হয়েছে। খুনও করা হয়েছে চার মাস আগে। তেমনই অনুমান তদন্তকারীদের। এই খুনে মূল অভিযুক্ত স্থানীয় এক জিম প্রশিক্ষক।

নিহত মহিলা গত ২৪ জুন নিখোঁজ হয়ে গিয়েছিলেন। স্থানীয় এক ব্যবসায়ীর স্ত্রী ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে পুলিশে নিখোঁজ ডায়েরি করা হয়। তারপরই পুলিশ খোঁজখবর শুরু করে। তখনই জিম প্রশিক্ষকের ওপর সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করার ভেঙে পড়ে জিম প্রশিক্ষক। জানিয়ে দেয় ব্যবসায়ীকে খুনের কথা।

পুলিশ জনিয়েছে ঘটনার সূত্রপাত, জিম প্রশিক্ষক ও মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু জিম প্রশিক্ষকের বিয়ে ঠিক হয়েছিল। তা মেনে নিতে পারেনি মহিলা। বিয়ে না করার জন্য চাপ দিচ্ছিলেন। পুলিশ আরও জানিয়েছেন, জিম প্রশিক্ষকের বিয়ের খবর জানার পর জিমে আসাও বন্ধ করে দিয়েছিলেন মহিলা। ঘটনার দিন, প্রায় ২০ দিন পরে জিমে এসেছিলেন। জিম থেকে বেরিয়ে দুইজনে কথাবার্তা বলেন। একটি গাড়ি করে রওনা দেন। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে তর্কাতর্কি হয়। জিম প্রশিক্ষক মহিলাকে এক ঘুষি মারে। সেই সময়ই অজ্ঞান হয়ে যায় মহিলা। তারপরই শ্বাসরোধ করে খুন করা হয়।

পুলিশ জানিয়েছে অভিযুক্তের বাড়ি কানপুরের রায়পুরওয়া এলাকায়। সেখানেয়ই নিয়ে গিয়ে মৃতদেহ স্থানীয় জেলা শাসকের বাংলোর কাছেই একটি ফাঁকা জায়গায় পুঁতে দেয়। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করতে তাদের সমস্যা হচ্ছিল। কারণ অভিযুক্ত কোনও মোবাইল ব্যবহার করত না। পাশাপাশি মহিলাও যেদিন জিমে এসেছিলেন সেই দিন নিজের মোবাইল ফোন সঙ্গে আনেনি। তাই কারও মোবাইল লোকেশন ট্র্যাক করা সম্ভব হয়নি। মহিলার যে গয়নাগাটি পরে ছিলেন সেগুলি অভিযুক্তের রয়েছে কিনা তার খোঁজ শুরু করেছে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে বেতন বৃদ্ধি নিয়ে ঘনাচ্ছে রহস্য? কর্মচারী ও পেনশনভোগীরা খুঁজছে উত্তর
জেনে নিন আজ শহরের ডিজেল ও পেট্রোলের দাম কত