ক্রমাগত মাটি বসে গিয়ে আরও সঙ্কটে জোশীমঠ, স্থানীয় বাসিন্দাদের দ্রুত স্থানান্তর করার কাজ করছে প্রশাসন

যেসমস্ত বাড়িতে ফাটল দেখা দিয়েছে, সেই রকম ৪৭টি পরিবারকে ইতিমধ্যেই আশ্রয় শিবিরে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

নতুন বছরের প্রথম সপ্তাহ থেকেই ক্রমাগত বসে যাচ্ছে উত্তরাখণ্ডের জোশীমঠের মাটি। ফাটল ধরে চলেছে একের পর এক বাড়িতে। আচমকা যেকোনও জায়গা থেকে ফাটল ধরে ধসে যাচ্ছে রাস্তাঘাটও। জোশীমঠের এই ঘটনাকে ঘিরে প্রবল আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের তরফে তাঁদের যাতে দ্রুত স্থানান্তর করা হয়, সেই দাবিতে পথে নামেন তাঁরা।

আঞ্চলিক মানুষদের লাগাতার বিক্ষোভের পর শুরু হয়েছে জোশীমঠ খালি করে দেওয়ার কাজ। শুক্রবার সকাল থেকেই জোশীমঠে বসবাসকারী পরিবারগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে দিয়েছে উত্তরাখণ্ড সরকার।

Latest Videos

বৃহস্পতিবার জোশীমঠের মাটিতে গভীর ফাটল তৈরি হতে দেখা যায়। শত শত বাড়ি ভেঙে একেবারে মাটির গভীরে তলিয়ে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এরপরেই তড়িঘড়ি ওই এলাকায় থাকা মানুষদের সরিয়ে ফেলতে তৎপর হয় স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে কিছু পরিবারকে প্রশাসনের তরফে ওই এলাকায় তৈরি হওয়া আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

সংবাদসংস্থা সূত্রে জানা গেছে যে, যেসমস্ত বাড়িতে ফাটল দেখা দিয়েছে, সেই রকম ৪৭টি পরিবারকে ইতিমধ্যেই আশ্রয় শিবিরে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে উদ্ধারকারী ও ত্রাণ পাঠানোর দল অত্যন্ত তৎপরতার সঙ্গে এই পরিবারগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে দিয়েছে বলেও জানিয়েছে সংবাদ সংস্থা।

গাড়োয়াল হিমালয়ের গুরুত্বপূর্ণ জনপদ জোশীমঠ। কী কারণে এটি ধীরে ধীরে মাটির তলায় তলিয়ে যাচ্ছে, তার কারণ খুঁজে বের করতে রাজ্য সরকারের তরফে অভিজ্ঞ ভৌগোলিক বিশেষজ্ঞদের টিম তৈরি করা হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী জানিয়েছেন, জোশীমঠের পরিস্থিতি বিশেষভাবে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি নিজেও পরিস্থিতি খতিয়ে দেখতে স্বয়ং উপস্থিত থেকে জায়গাটি পরিদর্শন করে এসেছেন।

অজানা কারণে মাটি বসে যাওয়ার কারণে এখনও পর্যন্ত চামোলি জেলার জোশীমঠ শহরে সাড়ে পাঁচশোরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সিংধর জৈন, মাড়ওয়ারি, জেপি কলোনির মতো শহরের বেশ কিছু অঞ্চলে প্রতিদিন মাটি বসে যাচ্ছে এবং নতুন করে আরও বেশি ফাটল দেখা দিচ্ছে অন্যান্য ঘরবাড়িগুলিতে।

আরও পড়ুন-

সারা বাংলায় ভ্রমণ করছে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’, উত্তর ২৪ পরগণা থেকে প্রবেশ করল নদিয়ায় 
সবাইকে ঠান্ডা মেঝেতে বিছানা পেতে ঘুমোতে হচ্ছে: পার্থ, কল্যাণময়দের জন্য জেলে খাট চাইলেন আইনজীবী 
২০২৩ সালে কলকাতা বইমেলার থিম দেশ ‘স্পেন’, নয়াদিল্লিতে স্পেনীয় রাষ্ট্রদূতের বাসভবনে বিশেষ বৈঠক

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya