গুজরাতে পথদুর্ঘটনায় নিহত ১১, পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী

Published : Nov 18, 2020, 12:30 PM IST
গুজরাতে পথদুর্ঘটনায় নিহত ১১, পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী

সংক্ষিপ্ত

গুজরাতে পথদুর্ঘটনায় নিহত ১১, আহত ১৭ নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি  আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী  আহতদের চিকিৎসা চলছে স্থানীয় একটি হাসপাতালে 

ট্রাকের সঙ্গে ট্রেলারের সংঘর্ষে গুজরাতের ভাদোদরায় ১১ জনের মৃত্যু হয়েছে। এই পথ দুর্ঘটনার আহত হয়েছেন ১৫ জন। এই ঘটনার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। প্রশাসন প্রয়োজনীয় সাহায্য করবে বলেও জানিয়েছেন নরেন্দ্র মোদী। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও আর্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। 


ট্রাকের করে সুরাত থেকে পাবাগড়ে যাচ্ছিল ২৭ জনের একটি তীর্থ যাত্রীর দল। বুধবার ভোররাত ৩টে নাগাদ ৪৮ নম্বর জাতীয় সড়কে তীর্থ যাত্রীদের ট্রাকটিকে ধাক্কা মারে একটি ট্রেলার। স্থানীয় প্রশাসন জানিয়েছে দুটি গাড়ির গতিবেগ বেশি থাকায় দুর্ঘটনাটি ভয়াবহ আকার নেয়। তীর্থযাত্রীদের অনেকেই ট্রাক থেকে ছিটকে পড়ে। আহতদের এসএসজি হাসপাতদালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। 

'ঘাটিয়া ফোটোশপ' বলে দুই মুসলিমের ছবি পোস্ট অভিনেত্রী স্বরা ভাষ্করের, সত্যি কি ছবিটি নকল ছিল ...

লাদাখে সত্যি কি ব্যবহার হয়েছিল 'মাক্রোওয়েভ অস্ত্র', চিনের দাবি নিয়ে কী বলল পিআইবি ...

দুর্ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাত কোবিন্দ। রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানান হয়েছে আহদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। 


 

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি