আজ উপরাষ্ট্রপতি নির্বাচন, জয়ের আশায় এনডিএ প্রার্থী, ঐক্য বজায় রাখতে মরিয়া ইন্ডিয়া

Published : Sep 09, 2025, 08:14 AM IST
Vice Presidential Election

সংক্ষিপ্ত

Vice Presidential elections: জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) পদত্যাগের পর থেকে উপরাষ্ট্রপতি পদ খালি। মঙ্গলবার নতুন উপরাষ্ট্রপতি বেছে নেওয়ার জন্য নির্বাচন হতে চলেছে।

DID YOU KNOW ?
উপরাষ্ট্রপতি নির্বাচন
রাষ্ট্রপতি নির্বাচনে সাংসদদের পাশাপাশি সব রাজ্যের বিধায়করাও ভোট দেন। তবে উপরাষ্ট্রপতি নির্বাচনে শুধু সাংসদরাই ভোট দেন।

CP Radhakrishnan vs B Sudershan Reddy: একদিকে এনডিএ (NDA) প্রার্থী সি পি রাধাকৃষ্ণন (CP Radhakrishnan), অন্যদিকে ইন্ডিয়া (INDIA) জোটের প্রার্থী বিচারপতি বি সুদর্শন রেড্ডি (Justice B Sudershan Reddy)। মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice Presidential elections) এই দুই প্রার্থীর লড়াই হতে চলেছে। তবে উপরাষ্ট্রপতি নির্বাচনের লড়াই শুধু দুই প্রার্থীর মধ্যে সীমাবদ্ধ নেই। তাঁরা নির্বাচনের মুখ হলেও, আসল লড়াই দুই শিবিরের। একদিকে কেন্দ্রের শাসক জোট এনডিএ, অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়া। এনডিএ শিবিরের আশা, তাদের প্রার্থীই জয় পাবেন। নিজেদের প্রার্থী জয় পাবেন, এমন আশা করতে পারছে না ইন্ডিয়া জোট। তাদের লক্ষ্য অন্য। এই জোটের সব শরিক দলই যদি নিজেদের প্রার্থীর পক্ষে ভোট দেয়, তাহলে ঐক্য ধরে রাখা সম্ভব হবে। বিহার-সহ (2025 Bihar Legislative Assembly election) বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এই ঐক্য গুরুত্বপূর্ণ।

ভোটগ্রহণ শুরু হওয়ার অপেক্ষা

মঙ্গলবার সকাল ১০টায় সংসদে উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। প্রথম ভোট দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)য এরপরেই তিনি বন্যাবিধ্বস্ত পাঞ্জাব (Punjab) ও হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সন্ধে ৬টায় শুরু হবে ভোটগণনা। মঙ্গলবার রাতের মধ্যেই জানা যাবে কে ভারতের ১৪-তম উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান হতে চলেছেন।

কারা ভোট দেবেন?

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন লোকসভা (Lok Sabha) ও রাজ্যসভার (Rajya Sabha) সাংসদরা। লোকসভার সাংসদ সংখ্যা ৫৪২ এবং রাজ্যসভার সাংসদ সংখ্যা ২৩৮। ফলে মোট ৭৮১ জন সাংসদের ভোট দেওয়ার কথা। তবে ভারত রাষ্ট্র সমিতি (Bharat Rashtra Samithi) ও বিজু জনতা দলের (Biju Janata Dal) সাংসদরা ভোট দেবেন না। ফলে মোট ৭৭০ জন সাংসদের ভোট দেওয়ার কথা। সেক্ষেত্রে ৩৮৬ জনের ভোট পেলেই জয় পাবেন সংশ্লিষ্ট প্রার্থী। এনডিএ-র অন্তত ৪২৫ জন সাংসদের ভোট পাওয়ার কথা। এনডিএ প্রার্থী এর চেয়ে বেশি ভোট পেলেই ইন্ডিয়া শিবিরে চিন্তা তৈরি হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৪
মঙ্গলবার ১৪-তম উপরাষ্ট্রপতি পেতে চলেছে ভারত
মঙ্গলবার সকাল ১০টায় শুরু হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচন। রাতের মধ্যেই ফল জানা যাবে।
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!