প্রবল চাপে মোদী সরকার, সংখ্যাগরিষ্ঠতা থেকে ১২ সদস্য কমে যাওয়ায় শিয়রে সংকট বিজেপির

রাজ্যসভার চার সদস্যের অবসরের ফলে বিজেপির সদস্য সংখ্যা ৮৬। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের আসন সংখ্যা ১০১এ এসে দাঁড়িয়েছে।

 

রাজ্যসভায় ক্রমশই চাপ বাড়ছে বিজেপি। রাকেশ সিনহা, রাম শাকাল, সোনাল মানসিংহ এবং মহেশ জেঠমালানি- চার রাজ্যসভার সাংসদের মেয়াদ শনিবারই শেষ হয়ে গেছে। যার কারণে বিজেপির শক্তি একধাক্কায় অনেকটাই কমে গেছে। ক্ষমতাসীন দলের পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জোট নিরপেক্ষ সদস্য হিসেবে চার জন্যকে রাজ্যসভায় নিয়োগ করেছিলেন। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জোটবদ্ধ হয়েছিলেন তাঁরা।

রাজ্যসভার চার সদস্যের অবসরের ফলে বিজেপির সদস্য সংখ্যা ৮৬। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের আসন সংখ্যা ১০১এ এসে দাঁড়িয়েছে। ২৪৫ আসনের রাজ্যসভায় সংখ্যা গরিষ্ঠতা অর্জনের ম্যাজিক ফিগার হল ১১৩। যার থেকে অনেকটাই পিছনে রয়েছে এনডিএ জোট। রাজ্যসভায় বর্তমানে রয়েছেন ২২৫ জন সদস্য।

Latest Videos

অন্যদিকে রাজ্যসভায় ভারত জোটের আসন সংখ্যা ৮৭। যার মধ্যে কংগ্রেসের ২৬, বাংলার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ১৩, দিল্লি ও তামিলনাড়ির ক্ষমতায় থাকা আম আদমি পার্টি ও ডিএমকে-র ১০ জন করে সদস্য রয়েছে। বাকি আসনের দখল রয়েছে বিজেপি বা কংগ্রেসের সঙ্গে জোট না করা দলগুলির। যারমধ্যে রয়েছে তেলাঙ্গনার বিআরএস। বাকি সদস্যরা হলেন নির্দল।

সংখ্যা হ্রাসে বিজেপি সংকট

রাজ্যসভায় সংখ্যা গরিষ্ঠতা হারালে সরকার চালাতে কছুটা সমস্যায় পড়তে হবে নরেন্দ্র মোদীকে। কারণ লোকসভায় পাস হওয়া বিলগুলি রাজ্যসভা থেকে পাশ করাতে বেগ পেতে হবে মোদী সরকারকে। বিল পাশ করাতে তালিমনাড়ুর AIADMK, অন্ধ্রপ্রদেশের জগন মোহন রেড্ডির YSR কংগ্রেস-সহ নির্দল প্রার্থীদের ওপর ভরসা রাখতে হবে। যদিও অনেকেই মনে করছেন,বিজেপি এনডিএ দলগুলির সাংসদদের ১৫টি ভোটের ওপর গণনা করতে পারে। এখনও পর্যন্ত রাজ্যসভায় বিজেপির ঘনিষ্ট হিসেবে পরিচিত YSRCP ও AIADMK। প্রথম দলে ১১ ও দ্বিতীয় দলে ৪ জন সাংসদ রয়েছে। ডিসেম্বরেই বিজেপির দূরত্ব বাড়ছে থাকে দুই দলের। যদিও এই অবস্থায় দাঁড়িয়ে পুরনো বন্ধুদের কাছে পাওয়ার চেষ্টা করতে শুরু করেছে বিজেপি।

রাজ্যসভায় বিজেপির ১২জন মনোনীত সদস্য রয়েছে। তাঁরা যেহেতু মনোনীত তাই তারা সাধারণত শাসক দলকেই সমর্থন করে। অন্যদিকে এই মুহুর্ত রাজ্যসভায় ২০টি আসন খালি রয়েছে। যারমধ্যে ১১টি নির্বাচিত সদস্যদের জন্য। মহারাষ্ট্র, অসম, বিহার, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, তেলাঙ্গানা ও ত্রিপুরা থেকে সাংসদ পাঠাতে হবে। আসাম, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ত্রিপুরা থেকে বিজেপি নেতৃত্বাধীন জোটের জয়ের সংখ্যা সাতটি। এবং মহারাষ্ট্রে পূর্ণ শক্তি দিয়ে লড়াই করে তাহলে সেখান থেকে দুটি আসন পাবে বিজেপি। অন্যদিকে বিজেপিতে ৯টি অতিরিক্ত আসন পেতে হবে। পাশাপাশি YSRCP-এর ভোটে জয়লাভ করে তাহলে সংখ্যাগরিষ্ঠতার চিহ্ন অতিক্রমের জন্য যথেষ্ট বেশি হবে।

অন্যদিকে জম্মু ও কাশ্মীরের চারটি রাজ্যসভার আসন ফাঁকা রয়েছে। সেগুলি সুপ্রিম কোর্টের নির্দেশে ৩০ সেপ্টেম্বরের বিধানসভা নির্বাচনের পরেই ভর্তি করা হবে। অন্যদিকে তেলাঙ্গনার আসনটি কংগ্রেস জয় পেতে পারে। অন্যদিকে এই পরিস্থিতিতে কংগ্রেস আবারও রাজ্যসভায় বিরোধী দলনেতার পদের দাবি জানাতে পারবে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল