ছ'বছর ধরে নাবালিকা কন্যাকে যৌন নির্যাতন বাবার! সহ্য করতে না পেরে পুলিশের দ্বারস্থ মা

Published : Oct 14, 2023, 10:31 AM IST
dausa rape

সংক্ষিপ্ত

দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে পুলিশে অভিযোগ দায়ের করেন স্ত্রী। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক করে পুলিশ।

বাবার হাতেই যৌন নির্যাতনের শিকার মেয়ে। এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী রইল রোরাওয়ার এলাকা। মেয়ের উপর বাবার এই পৈশাচিক অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে পুলিশের দ্বারস্থ হন ব্যাক্তির স্ত্রী। ঘটনা জানাজানি হতে সিউড়ে উঠেছে স্থানীয়রা। জানা যাচ্ছে শুধু মেয়ে নয় দীর্ঘদিন ধরে স্ত্রীয়ের উপরও যৌন নির্যাতন চালিয়েছেন ওই ব্যাক্তি। পাশাপাশি বছরের পর বছর ধরে নির্যাতন করেছেন নিজের নাবালিকা কন্যার উপরও। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে পুলিশে অভিযোগ দায়ের করেন স্ত্রী। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক করে পুলিশ।

উল্লেখ্য সূত্র মারফত জানা যাচ্ছে এর আগে একটি অডিও ভাইরাল হয়েছিল অভিযোগকারীনীর। সেই অডিও-এ স্বামীকে হত্যার কথা বলতে শোনা গিয়েছিল তাঁকে। জানা গিয়েছে, নাবালিকা মেয়ের উপর স্বামীর অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরেই স্বামীকে হত্যার কথা ভেবেছিলেন তিনি। পরে প্রকাশ্যে আসে আরও কিছু ভিডিও। এই ভিডিওগুলিতে দেখা যাট স্ত্রীকে মারধর করছেন অভিযুক্ত ব্যক্তি। শুধু তাই নয় ওই ব্যক্তির বিরুদ্ধে যৌনাঙ্গে আঘাত ও নিজের নাবালিকা মেয়ের উপর যৌন ও শারীরিক নির্যাতনের অভিযোগও তোলা হয়েছে। আর এই ঘটনা এক বা দু'দিনের নয়, গত ছ'বছর ধরে এই নির্মম অত্যাচার সহ্য করে আছে মা ও মেয়ে।

সম্প্রতি মেয়ের উপরও অত্যাচার ও নৃশংসতা চরমে পৌঁছলে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। ঘটনাটি এসএসপি কালা নিধি নাইথানির কাছে পৌঁছলে তিনি সংশ্লিষ্ট রোরাওয়ার থানাকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে, মামলা নথিভুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় থানার আধিকারিক অভয় কুমার পান্ডে জানিয়েছেন,'ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে।'

PREV
click me!

Recommended Stories

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেলেন ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান, গর্বিত নাড্ডা-শাহ
4 Days Work: দারুণ খবর! প্রতি সপ্তাহে ৩ দিন করে ছুটি, বিশেষ বার্তা দিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক