Viral Video: বিপজ্জনক এবং অবিশ্বাস্য! সাইকেল চালাতে চালাতে লাফদড়ি খেলছেন সুন্দরী

Published : Oct 18, 2023, 11:06 AM IST
woman skipping

সংক্ষিপ্ত

কাণ্ড দেখে অনেকেই কাজটিকে ‘বিপজ্জনক’ বলে চিহ্নিত করেছেন। অনেকে আবার বলেছেন ‘সাবাশ!’। তবে, নেট দুনিয়া যা-ই বলুক, ভিডিওটি চোখ টেনেছে হাজার হাজার মানুষের। 

সাইকেল চালানো তো স্বাস্থ্যকর বটেই, লাফদড়ি নিয়ে স্কিপিং করাও খুবই ভালো কাজ, কিন্তু, দুটো ভালো কাজকে যদি একই সঙ্গে একই সময়ে করা হয়ে থাকে, তাহলে কি সেটা আর ‘ভালো’ কাজ হয়? এই নিয়েই দ্বিধাবিভক্ত নেট দুনিয়া। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, সেই ভিডিওতে এক সুন্দরী তন্বীকে সম্পূর্ণ অলঙ্কারে সুসজ্জিত অবস্থায় দেখা যাচ্ছে। তবে, এই সৌন্দর্য্যই ভিডিওর আকর্ষণের মূল কারণ নয়। আসল কথা হল, সুন্দরী তরুণী মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ এথনিক পোশাক পরে চালাচ্ছেন একটি বাইসাইকেল। বিষয়টি যেমন কঠিন, তেমনই নজরকাড়াও বটে।

ভাইরাল হওয়া ওই ভিডিওকে আরও বেশি নজরকাড়া করে তুলেছে তরুণীর লাফদড়ি খেলা। সাইকেল চালাতে চালাতেই দড়ি দিয়ে স্কিপিং করছেন এই আরোহী! এই কাণ্ড দেখে অনেকেই কাজটিকে ‘বিপজ্জনক’ বলে চিহ্নিত করেছেন। অনেকে আবার বলেছেন ‘সাবাশ!’। তবে, নেট দুনিয়া যা-ই বলুক, ভিডিওটি চোখ টেনেছে হাজার হাজার মানুষের। 

 

PREV
click me!

Recommended Stories

নৈশক্লাবের মালিক দুই ভাইয়ের বিরুদ্ধে জারি লুকআউট নোটিস, বিদেশ মন্ত্রকের দ্বারস্থ গোয়া সরকার
দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিভ্রাট, চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ, মুখ খুললেন উড়ান সংস্থার চেয়ারম্যান