Viral Video: ক্য়ামেরার সামনে বিরল পার্সি চিতা, ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া

Published : Oct 17, 2023, 08:38 PM IST
Watch rare video of Persian Cheetah going viral on social media bsm

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন রোজেন। তিনি জানিয়েছেন, ২০২১ সালে শেষ গর্ভাবতী হয়েছিল একটি পার্সি চিতা। 

বিরল পার্সি চিতা। বন্যপ্রাণীর অন্যতম রত্ন। যা বর্তমানে বিপন্ন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এক পার্সি চিতার ভিডিও। সন্তান নিয়ে পাহাড়ের গুহায় আস্তানা নিয়েছে। সেই ভিডিও দেখে রীতিমত আপ্লুত নেটিজেনরা। পশুপ্রেমি নারিন টি রোজেনের মতে এই চিতা মহিলা। চিতার ভিডিও ধরা পড়েছে ট্র্যাপ ক্যামেরায়। বাচ্চাদের সঙ্গে ধরা পড়েছে চিতার ছবি।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন রোজেন। তিনি জানিয়েছেন, ২০২১ সালে শেষ গর্ভাবতী হয়েছিল একটি পার্সি চিতা। এবার সেই চিতা তিন জন শাবক নিয়ে আবারও ট্র্যাপ ক্যামেরার সামনে হাজির হয়েছে। চার দিনের জন্য একই স্থানে ছিল চিতা আর তার পরিবার। আপনিও দেখুন সেই ভিডিওঃ

 

 

ভিডিওগুলিতে প্রতিক্রিয়া অনেক নেটিজেনরা। ভারতীয় বন দফতরের অফিসার পারভিস কাসওয়ান বলেছেন, প্যানথেরা পারডুস তুলিয়ানা যা পার্সি চিতা হিসেবে পরিচিত। এই চিতা বর্তমানে বিপন্ন প্রজাতি। বর্তমানে গোটা বিশ্বে এজাতীয় প্রাপ্তবয়স্ক চিতা প্রায় ১ হাজারেরও কম রয়েছে। তিনি রোজেনকে ধন্যবাদও জানিয়েছেন, পার্সি চিতা সম্পর্কে দেশের মানুষকে সচেতন করার জন্য়। তিনি আরও বলেন, ট্র্যাপ ক্যামেরার সামনে চিতাটির ছবি শেয়ার করে এই বিষয় সম্পর্কে মানুষরে অনেক তথ্য দিয়েছেন।

এই ভিডিওতে প্রতিক্রায় জানিয়ে এক নেটিজেন লিখেছেন, এই বন্যবিড়ালগুলিকে ভালবাসুন। ডিসকভারি ও ন্যাশানাল জিওগ্রাফিক চ্যানেলে এগুলি দেখেই বড় হয়েছি। এই চিতা ও তিনটি শাবক খুবই বিরল। তিনি আরও বলেছেন,এই চিতা সম্পর্কে জানান জন্য অনেক তথ্যচিত্র রয়েছে।

PREV
click me!

Recommended Stories

জানুয়ারিতেই ২% DA বৃদ্ধি! এবার কি বড় সুখবর পেতে চলেছেন সরকারি কর্মীরা
ভারতে আত্মঘাতী হামলার অনুমতির জন্য চাপ দিচ্ছে, আত্মঘাতী জঙ্গি নিয়ে মাসুদ আজহারের হুমকি