Viral Video: ফুচকার দোকানে দাঁড়িয়ে এ কি করছেন প্রেমিক-প্রেমিকা? ভাইরাল ভিডিও দেখলে ঘেন্নায় নাক সিঁটকোবেন

Published : Nov 26, 2023, 07:28 AM IST
viral video

সংক্ষিপ্ত

প্রেম নিবেদনের কাণ্ডকারখানা ঘটতে থাকে ফুচকা-বিক্রেতার সামনেই। কীর্তি দেখে নিজেও চোখ চড়িয়ে নেন ওই ফুচকা-বিক্রেতা। 

ফুচকা খেতে কে না ভালোবাসে? টক- ঝাল স্বাদের এই সুস্বাদু স্ট্রিট ফুড সারা ভারত জুড়ে ভিন্ন ভিন্ন নামে প্রভূত সমাদৃত। কিন্তু, সেই অতি প্রিয় খাবারকে খাওয়ার পদ্ধতি দেখলে ঘেন্নায় নাক সিঁটকোতে পারেন অনেকেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক যুগলের কাণ্ড দেখে তেমনই মনে করছেন নেটিজেনরা। 

-

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নিজেদের মধ্যে খুনসুটি করছেন এক প্রেমিক ও প্রেমিকা। ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকাটি খাবেন কিনা দোনোমনা করছেন প্রেমিকা। তখনই প্রেমিকটি ঘটিয়ে ফেলেন অদ্ভুত কাণ্ড। 

-

নিজের ফুচকার পাতা ফুচকাটি তুলে নিজের মুখের ভেতরে রাখেন প্রেমিকা। আর, নিজের মুখের ভাতরে থাকা টক জলটি মুখের ভেতর থেকেই প্রেমিকার মুখের ভেতর ছুঁড়ে দেন ওই প্রেমিক। এই কাণ্ডকারখানা ঘটতে থাকে ফুচকা- বিক্রেতার সামনেই। 

-

যুগলের এই তাজ্জব করা কীর্তি দেখে ফুচকাওয়ালাকেও চোখ সরিয়ে নিতে দেখা যায়। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘ফুচকা খাওয়ার সঠিক পদ্ধতি এটাই’। স্বাভাবিকভাবেই ভিডিওর নিচে 'অত্যন্ত নোংরা' বা ‘জঘন্য’ লিখে মন্তব্য করেছেন নেটিজেনরা। 

 



আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

এনডিএ বৈঠকে প্রধানমন্ত্রী মোদীকে কেন সম্মান? শীতকালীন অধিবেশনের ৭ম দিনে কী হবে?
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে বেতন বৃদ্ধি নিয়ে ঘনাচ্ছে রহস্য? কর্মচারী ও পেনশনভোগীরা খুঁজছে উত্তর