পচা আদা ও রসুন দিয়ে তৈরি হচ্ছে আদা-রসুনের পেস্ট, মেশানো হচ্ছে ক্ষতিকারক উপাদান, ফাঁস হল ভিডিও

বাজারের আদা-রসুনের পেস্টের ভয়াবহ উৎস ফাঁস হল ভাইরাল ভিডিওতে। পচা আদা-রসুন এবং ক্ষতিকারক উপাদান ব্যবহারের মাধ্যমে পেস্ট তৈরির ঘটনায় ৮ জন গ্রেফতার।

বাড়িতে আদা-রসুনের পেস্ট তৈরি করা বেশ ঝক্কির। সে কারণেই অনেকেই ভরসা করেন বাজারজাত আদা-রসুনের পেস্টের ওপর। জানেন কি কীভাবে তৈরি হয় এই আদা-রসুনের পেস্ট? সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল একটি ভিডিও, যা দেখে চক্ষু চরকগাছ সকলের।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বস্তা ভর্তি করা রসুন ও আদা পড়ে আছে। আপাত দৃষ্টিতে তা ভালো মনে হলেও পরে জানা গিয়েছে এই সব আদা ও রসুন পচা। আর সেই পচা আদা ও রসুন দিয়ে তৈরি করা হচ্ছে আদা-রসুনের পেস্ট। মেশানো হচ্ছে আরও অনেক ক্ষতিকারক উপাদান। যা অজান্তে কিনছি আমরা সকলে। আর এই নষ্ট হয়ে যাওয়া আদা-রসুন থেকে তৈরি পেস্ট ব্যবহার করা হচ্ছে রান্নায়। স্বাদে তেমন ফারাক অনুভূত না হলেও তা যে শরীরের মারাত্মক ক্ষতি করছে এ কথা বলার অপেক্ষা রাখে না।

Latest Videos

এই ঘটনাটি ঘটেছে সেকেন্দারাবাদের রাজে রাজেশ্বরী নগরে। সেখান থেকে এই অপরাধে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হায়দরাবাদের পুলিশ গ্রেফতার করেছে তাদের। তাদের কাছ থেকে মশলা তৈরির মেশিন-সহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে।

এই ঘটনার খবর মুহূর্তে হয়েছে ভাইরাল। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সেই ঘটনাস্থলের ভিডিও পোস্ট করেছেন। যা দেখে চমক পেয়েছেন সকলে। অজান্তে কীভাবে আমাদের ক্ষতি করা হচ্ছে তা জানা গিয়েছে ফের একবার।

প্রায়শই এমন ভিডিও ভাইরাল হয়। একবার দেখা গিয়েছিল একটি ফুচকা তৈরির  ভিডিও। সেখানে পা দিয়ে ফুচকার ময়দা মাখতে দেখা গিয়েছিল কর্মীদের। মেশাতে দেখা গিয়েছিল ক্ষতিকারক রাসায়নিক। যা নজর কেড়েছিল সকলের। এবার ভাইরাল হল আদা-রসুন পেস্ট তৈরির ভিডিও। 

 

 

 

Share this article
click me!

Latest Videos

‘Nabanna-র সামনে জাতীয় পতাকা নিয়ে বসবো!’ Mamata Banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র
আমবাগানে গুপ্ত লোহার বাঙ্কার! খুলতেই আঁতকে উঠলো BSF, চাঞ্চল্য Nadia-র Krishnagunj-এ, দেখুন
বিষাক্ত স্যালাইন নিয়ে মমতার বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর, দেখুন কী বলছেন বিরোধী দলনেতা
Suvendu on Firhad : 'হেলে পড়া বাড়ি' নিয়ে ফিরহাদকে তুলোধনা শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি
ভেজাল স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারির দাবিতে প্রতিবাদ যাত্রা শুভেন্দুর | Suvendu Adhikari News