Viral video: ধূমপান করতে করতেই তৈরি করে আপনার প্রিয় টোস্ট বিস্কুট, ভিডিও দেখে আঁতকে উঠল নেটিজেনরা

Published : Nov 21, 2023, 09:40 PM ISTUpdated : Nov 21, 2023, 09:57 PM IST
Viral video of making toast biscuits from a factory shoot  makes you think before you eat bsm

সংক্ষিপ্ত

অনেকেই বিস্কুট তৈরির আন হাইজিনিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। কারণ যে কারখানা থেকে বিস্কুট তৈরির প্রক্রিয়া শ্যুট করা হয়েছে সেটি অত্যান্ত অস্বাস্থ্যকর 

টোস্ট বিস্কুট- আমাদের অনেকেরই পছন্দের। চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত। শুধু শুধু খেলেও খুব ভাল লাগে। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কীভাবে তৈরি হয় সকলের প্রিয় টোস্ট বিস্কুট। তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই বিস্কুট তৈরির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বিস্কুট তৈরির আন হাইজিনিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। কারণ যে কারখানা থেকে বিস্কুট তৈরির প্রক্রিয়া শ্যুট করা হয়েছে সেটি স্বাস্থ্যকর পরিবেশ কতটা বজায় রেখেছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই অনলাইনে বিস্কুট তৈরির প্রক্রিয়া দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছে।

মূল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আমর সিরোহি নামের এক ফুড ব্লগার। তিনি টুইটারে মাত্র ৩৫ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন কী অস্বাস্থ্যরর পরিবেশে টোস্ট বিস্কুট তৈরি করা হয়। সেখানে দেখানো হয়েছে, খালি হাতেই ময়দা মাখছেন কারখানার শ্রমিকরা। একজন কর্মীতো আবার ধূমপান করতে করতেই এক হাত দিয়ে ময়দা মাখছে। যে পাত্রে চিনি আর নুন ময়দায় মেশানো হচ্ছে সেটি অত্যান্ত অপরিষ্কার। ময়দা মেখে খোলা অবস্থাতেই সেটি ঘণ্টা তিনেকের জন্য রেখে দেওয়া হয়। শ্রমিকরা তারপর সেটি বেক করছেন। সেগুলি টুকরো টুকরো করে আবারও বেক করা হচ্ছে। তারপরই তৈরি হচ্ছে কুড়মুড়ে আপনার প্রিয় টোস্ট বিস্কুক। এবার আপনি দেখুন কীভাবে তৈরি হয় টোস্ট বিস্কুট।

 

 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টোস্ট বিস্কুট তৈরির ভিডিও। তবে অনেক নেটিজেনই তা দেখে ক্ষুব্দ। উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। অনেকেই আবার জানিয়েছেন, এবার তিনি টোস্ট বিস্কুট খাবেন কিনা তা আরাও একবার ভেবে দেখবেন। অনেকেই বলেছেন, এতা অস্বাস্থ্যকর অবস্থায় টোস্ট বিস্কুট তৈরি হয় যে তা আর খাবার হিসেবে যোগ্য নয়।

আরও পড়ুনঃ

শাশুড়ি আর বৌমার মধ্যে ঝগড়ায় নাজেহাল? সমস্যা মেটাতে রইল ৫টি বাস্তু প্রতিকার

Horoscope: শত্রুর মুখে ছাই দিয়ে এই ৪ রাশি সর্বদা প্রশংসা কুড়ায়, জানুন তার রহস্য কী

কবে মুক্তি পাবে টাইগার ৪? বিশ্বকাপের মঞ্চ থেকে সলমন খানের ঘোষণা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

PREV
click me!

Recommended Stories

Indigo Flights: যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দিল ইন্ডিগো! কড়া নজর রাখছে কেন্দ্র
জম্মু ও কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের, ডোডা জেলায় সন্ধান অস্ত্রভাণ্ডারের