Viral Video: লক্ষ্মণের সামনে সিগারেট ফুঁকে ধোঁয়া ছাড়ছেন সীতা! নাটক দেখেই কলেজে বেঁধে গেল ধুন্ধুমার

মঞ্চে দাঁড়িয়ে আছেন রাম-রাবণ, তাঁদেরই সামনে সিগারেট ফুঁকছেন সীতা! এই দৃশ্য মঞ্চস্থ হতেই জল গড়াল আদালত পর্যন্ত।

নেহাতই একটি নাটক, তাও আবার বিশ্ববিদ্যালয়ের অন্দরে ছাত্রছাত্রীদের দ্বারাই মঞ্চস্থ করা। কিন্তু, তারই জল গড়িয়ে গেল একেবারে আদালত পর্যন্ত। কারণ, সেই নাটকের সঙ্গে জড়িয়েছিল ধর্মীয় ‘ভাবাবেগ’। বিতর্কিত দৃশ্য মঞ্চস্থ হতেই ধুন্ধুমার বেঁধে গেল মহারাষ্ট্রের পুণেতে অবস্থিত সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ে। 

-

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে যে, নাটকের চরিত্রে মঞ্চের ওপর দাঁড়িয়ে আছেন রাম , লক্ষ্মণ এবং রাবণ, তাঁদেরই সামনে সিগারেট ফুঁকছেন সীতা! এই দৃশ্য দেখানোর পরেই বিশ্ববিদ্যালয়ের বিজেপি সমর্থিত ছাত্রদল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) ও ললিত কলা কেন্দ্রের সদস্যদের মধ্যে ব্যাপক ধুন্ধুমার বেঁধে যায়। ABVP-র ছাত্ররা দাবি করেন যে, এই দৃশ্য হিন্দু ধর্মাবলম্বী মানুষদের ভাবাবেগকে আঘাত করেছে। 

-

ললিত কলা কেন্দ্রের সদস্যরা জানিয়েছিলেন যে, প্রাচীন মহাকাব্য ‘রামায়ণ’-এর ওপর নয়, বরং শুধুমাত্র রামলীলার বিভিন্ন চরিত্রের অভিনেতারা মঞ্চের পেছনদিকে কেমনভাবে কথাবার্তা বলেন, সেই বিষয়টি নিয়েই এই নাটকটি তৈরি করা হয়েছে। রামায়ণ-এর সঙ্গে এর কোনও যোগ ছিল না। 

-

কিন্তু , ABVP-র পক্ষ থেকে হর্ষবর্ধন হারপুদে পুলিশের কাছে এফআইআর দায়ের করেন। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে ললিত কলা কেন্দ্রের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রবীণ ভোলে সহ ৫ জন পড়ুয়াকে গ্রেফতার করা হয়।


 

 

Share this article
click me!

Latest Videos

পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য Canning-এ | South 24 Parganas News
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
অবশেষে নির্ধারিত হলো RG Kar মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য | RG Kar
Suvendu Adhikari : 'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর
'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর | Adhir on Mamata