লোকসভা নির্বাচনের প্রচার পর্ব শেষ হতেই আধ্যাত্মিক সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা ৪৫ ঘণ্টা ধ্যান-সূচি তাঁর। এদিন তারই দ্বিতীয় দিন।
বিবেকানন্দ রকে দ্বিতীয় দিনে মোদী
বিবেকানন্দ রকে সূর্যোদয়ের সময় 'সূর্য অর্ঘ্য' করার পরে প্রধানমন্ত্রী মোদি তামিলনাড়ুতে তার দ্বিতীয় দিনের ধ্যান শুরু করেছিলেন, যেখানে স্বামী বিবেকানন্দ একবার জ্ঞান অর্জনের আগে ধ্যান করেছিলেন।
সূর্য পুজো
প্রধানমন্ত্রী এদিন সূর্য পুজো করেন। যা আধ্যাত্মিক অনুশীলনের একটি অঙ্গ। তিনি দিনের শুরুতেই সর্বশক্তিমান সূর্যদেবকে প্রনাম কপেন।
জপমালা হাতে মোদী
এদিন সূর্য পুজোর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জপমালা হাতে ধ্যান করেন। তাঁর পরনে ছিল গৈরিক বসন।
এদিন জপমালা হাতে মন্দির প্রদক্ষিণ করেন মোদী। শনিবার বিকেলেই শেষ হবে তাঁর দুই দিনের ধ্যান সূতি। লোকসভা ভোট শেষ হওয়ার পরেই ধ্যান শেষ করবেন তিনি।
কন্যাকুমারীর গুরুত্ব
কন্যাকুমারী সূর্যোদয় এবং সূর্যাস্তের জন্য বিখ্যাত এবং স্মৃতিসৌধটি উপকূলের কাছে একটি ছোট দ্বীপে অবস্থিত। সূর্যোদয় আর সূর্যাস্ত -দুটি সুন্দরভাবে দেখা যায়।
৪৫ ঘণ্টার সূচি
বিবেকানন্দ রক মেমোরিয়ালে, প্রধানমন্ত্রী ৩০ মে সন্ধ্যায় ধ্যান শুরু করেছিলেন এবং তিনি আজ এটি সম্পন্ন করার কথা রয়েছে।
বারাণসীতে ভোট গ্রহণ
বারাণসী কেন্দ্রে ১৯.৬২ লক্ষ ভোটার রয়েছে। গত দুই বছর এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়ী হয়েছিলেন। এবারও তিনি প্রার্থী। আজ ভোট গ্রহণ চলছে।
আগের আধ্যাত্মিক সূচি
২০১৯ সালে তিনি আধ্যাত্মিক যাত্রায় গিয়েছিলেন কেদারনাথ, সেখানেও একটি গুহায় ধ্যানে মগ্ন ছিলেন। তার আগে ২০১৪ সালে তিনি গিয়েছিলেন শিবাজির প্রতাপগড়ে। এবার তাঁর গন্তব্য কন্যাকুমারী।