Soumya Gangully | Updated : May 30 2024, 09:00 PM IST
19
৪৫ ঘণ্টার জন্য ধ্যান করার সিদ্ধান্ত নিয়েছেন, কন্যাকুমারী পৌঁছলেন নরেন্দ্র মোদী
আগেই ঘোষণা করেছিলেন লোকসভা নির্বাচনের প্রচার শেষ হওয়ার পর ধ্যানে বসবেন। সেই ঘোষণা অনুযায়ী কন্যাকুমারী পৌঁছে গেলেন নরেন্দ্র মোদী।
Subscribe to get breaking news alertsSubscribe 29
স্বামী বিবেকানন্দর প্রতি শ্রদ্ধা জানিয়ে ধ্যান শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
বৃহস্পতিবার কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে গিয়ে স্বামী বিবেকানন্দর প্রতি শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী।
39
কলকাতার পর কন্যাকুমারীতেও স্বামী বিবেকানন্দর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন নরেন্দ্র মোদীর
কয়েকদিন আগেই উত্তর কলকাতায় এসে স্বামী বিবেকানন্দর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন নরেন্দ্র মোদী। এবার তিনি কন্যাকুমারী গিয়েও শ্রদ্ধা জানালেন।
49
কন্যাকুমারীতে ভগবতী আম্মান মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বৃহস্পতিবার বিবেকানন্দ রকে ধ্যানে বসার আগে ভগবতী আম্মান মন্দিরে পুজো দেন নরেন্দ্র মোদী।
59
এবারের লোকসভা নির্বাচনে দেশজুড়ে প্রচার করেছেন, এবার অন্য মেজাজে নরেন্দ্র মোদী
এবারের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রচারে ঝাঁপিয়ে পড়েন নরেন্দ্র মোদী। প্রচার মেটার পর এখন তিনি আধ্যাত্মিকতার চর্চা করছেন।
69
কন্যাকুমারীতে বিখ্যাত ধ্যান মণ্ডপমে ৪৫ ঘণ্টার জন্য ধ্যান নরেন্দ্র মোদীর
১৩১ বছর আগে যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যানে বসেছিলেন, সেখানেই ৪৫ ঘণ্টার জন্য ধ্যান করছেন নরেন্দ্র মোদী।
79
বৃহস্পতিবার সন্ধে থেকে শনিবার বিকেল পর্যন্ত ধ্যান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বৃহস্পতিবার সন্ধেবেলা নরেন্দ্র মোদীর ধ্যান শুরু হয়েছে। শনিবার বিকেল পর্যন্ত ধ্যান করবেন তিনি।
89
ফের লোকসভা নির্বাচনে জয় পাবে বিজেপি তথা এনডিএ, আশাবাদী নরেন্দ্র মোদী
টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন বলে আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী। তিনি এবার এনডিএ-র ৪০০ আসনের দাবি করছেন।
99
৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হচ্ছে, তার আগে আধ্যাত্মিকতা চর্চা নরেন্দ্র মোদীর
নরেন্দ্র মোদীর বরাবরই আধ্যাত্মিক চেতনা প্রবল। তিনি দেশের যে শহরেই যান সেখানে কোনও মন্দির বা আশ্রমে যান।