Narendra Modi: গেরুয়া বসনে কন্যাকুমারীতে ধ্যানরত নরেন্দ্র মোদী, দেখুন সেরা ছবিগুলি

লোকসভা ভোটের প্রচার পর্ব শেষে আধ্যাত্মিক সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪৫ ঘণ্টার ধ্যান কর্মসূচি তাঁর। দেখুন আজ সকালের সেরা ছবিগুলি।

 

Saborni Mitra | Published : May 31, 2024 6:03 AM IST / Updated: May 31 2024, 11:57 AM IST
112
ধ্যানরত নরেন্দ্র মোদী

কন্যাকুমারীতে ধ্যানরত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বামীজির মূর্তির সামনে তিনি ধ্যানে বসেছিলেন।

212
কন্যাকুমারীতে ধ্যানে মোদী

শনিবার সন্ধ্যা পর্যন্ত বিবেকানন্দ রক-এ তিনি ধ্যান করবেন। প্রধানমন্ত্রী ধ্যান মণ্ডপমে ধ্যান করছেন। এই জায়গায় স্বামীজি ১৩১ বছর আগে ধ্যান করেছিলেন।

312
জাতীয় ঐক্যের বার্তা

কন্যাকুমারীর গুরুত্ব অনেক। এই স্থান ভারত মহাসাগর , বঙ্গোপসাগর আর আরব সাগরের মিলনস্থল। তাই এই স্থান জাতীয় ঐক্যের বার্তা দেয়।

412
দক্ষিণ স্টাইলে ধ্যানে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণী কায়দায় একটি ধুতি পরেছেন। আর শাল গায়ে দিয়ে ধ্যানে বসেছেন।

512
ধ্যানের আগে ভগবতী মন্দির দর্শন

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ধ্যানে বসার আগে ভগবতী মন্দির পরিদর্শন করেন। দেবী ভগবতীর কাছে প্রার্থনা করেন। তারপরই ধ্যানের জন্য তিনি বিবেকানন্দ রক-এ পৌঁছে যান।

612
বিবেকানন্দ রক-এর গুরুত্ব

স্বামী বিবেকানন্দের জীবনে এটি অত্যন্ত তাৎপর্য বহন করে কারণ তিনি একই শিলায় ধ্যান করেছিলেন। তিনি সারা দেশে ঘুরে বেড়িয়ে এসেছিলেন, তিন দিন ধ্যান করেছিলেন। সেখান থেকেই তিনি শিকাগোর ধর্ম মহাসম্মেলনে যোগদানের নির্দেশ পেয়েছিলেন।

712
হিন্দু পুরাণে বিবেকানন্দ রক-এর গুরুত্ব

হিন্দু পুরাণ অনুসারে, দেবী পার্বতী একই স্থানে এক পায়ে ধ্যান করেছিলেন যেখানে তিনি শিবের জন্য অপেক্ষা করেছিলেন।

812
মোদীর আধ্যাত্মিক সফর

সনিবার সপ্তম দফা নির্বাচন। যার মধ্যে ভোট গ্রহণ হবে বাংলা আর তামিলনাড়ুতে। বাংলার কাছে স্বামীজি তথা বিবেকানন্দ রক-এর গুরুত্ব অনেক। অন্যদিকে এই স্থান তামিলনাড়ুতে। তাই তামিল জনতার কাছে মোদীর আধ্যাত্মিক সফর গুরুত্বপূর্ণ।

912
প্রচার শেষে ধ্যানে মোদী

বৃহস্পতিবার পঞ্জাবে নির্বাচনী সভায় ভাষণ দিয়েছিলেন মোদী। সেখান থেকে বিরোধীদের নিশানা করেন। তারপরই চলে যান তামিলনাড়ুতে।

1012
৪৫ ঘণ্টায় মোদীর ডায়েট

এই সময় তিনি মূলত তরল জাতীয় খাবার খাবেন। মূলত নারকেলের জল, আঙুরের রস আর নানা ধরনের সরবত তিনি খাবেন।

1112
আগের আধ্যাত্মিক সূচি

২০১৯ সালে তিনি আধ্যাত্মিক যাত্রায় গিয়েছিলেন কেদারনাথ, সেখানেও একটি গুহায় ধ্যানে মগ্ন ছিলেন। তার আগে ২০১৪ সালে তিনি গিয়েছিলেন শিবাজির প্রতাপগড়ে। এবার তাঁর গন্তব্য কন্যাকুমারী।

1212
লোকসভা নির্বাচনের ফল প্রকাশ

আগামী ৪ জুন লোকসভা নির্বাচনে ফল প্রকাশ। তার আগেই অবশ্য নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে আশাবাদী।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos