কেমন করে নাম্বিয়া থেকে ভারতে এল আটটি চিতা, দেখুন চিতার বিমান সফরে বিশেষ ভিডিওটি

Published : Sep 17, 2022, 07:48 PM ISTUpdated : Sep 17, 2022, 08:02 PM IST
কেমন করে নাম্বিয়া থেকে ভারতে এল আটটি চিতা, দেখুন চিতার বিমান সফরে বিশেষ ভিডিওটি

সংক্ষিপ্ত

চিতাগুলিকে আনা হয়েছে বোয়িং ৭৪৭ এ ওয়াইল্ড কার্ড-এ চিতাগুলি এই দেশে এসেছে। প্রজেক্ট চিতা, যার অধীনে সাত দশক আগে বিলুপ্ত হয়ে যাওয়া চিতাগুলি ভারতে আনা হয়েছে সেগুলি মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ছেড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন্মদিনে এই বিশেষ ইদ্যোগ গ্রহণ করা হয়েছিল। 

শনিবার ভরতের জন্য ছিল একটি দারুন দিন। এদিন ভারত আটটি চিতা পেয়েছে। এই দেশে চিতা বিলুপ্ত হয়ে গিয়েছিল দীর্ঘ সাত দশক আগেই। দীর্ঘ প্রচেষ্টার পরই চিতাগুলি ভারতে আনা হয়েছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ছিল এই দিন। তিনি চিতাগুলিকে জঙ্গলে ছেড়েছেন। চিতাগুলিকে বিশেষ বিমানে করে ভারতে আনা হয়েছে। এক নজরে দেখুন সেই বিশেষ বিমানের ভিরতটা কেমন ছিল। 

চিতাগুলিকে আনা হয়েছে বোয়িং ৭৪৭ এ ওয়াইল্ড কার্ড-এ চিতাগুলি এই দেশে এসেছে। প্রজেক্ট চিতা, যার অধীনে সাত দশক আগে বিলুপ্ত হয়ে যাওয়া চিতাগুলি ভারতে আনা হয়েছে সেগুলি মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ছেড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন্মদিনে এই বিশেষ ইদ্যোগ গ্রহণ করা হয়েছিল। 

সোশ্যাল মিডিয়ায় চিতাদের বিশেষ বিমানের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী রুবিনা ট্যান্ডন। বোয়িং ৭৪৭ -এর ভিতরের ছবিটা তাতে রীতিমত স্পষ্ট। আফ্রিকার নাম্বিয়া  থেকে আটটি চিতা খাঁচা করে ভারতে নিয়ে আসা হয়েছিল সেই ভিজ্যুয়ালও দেখা যাচ্ছে। একই সঙ্গে পরিবেশ রক্ষার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন। 

পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে প্লেনের একটি দিতে চারটি খাঁচা রাখা হয়েছে। বাকি চারটি খাঁচা রাখা হয়েছে অন্যদিকে। যে ব্যক্তি ভিডিওটি শ্যুট করেছে তিনি জানিয়েছেন ভারতে মাটি ছোঁয়ার কিছুক্ষণ আগেই ভিডিওটি শ্যুট করা হয়েছে।  এই আটটি চিতা ভারতের উন্মুক্ত বন ও তৃণভূমির ইকোসিস্টেম পুরনরুদ্ধার করতে সাহায্য করবে।

প্রধানমন্ত্রীর উদ্যোগে ভারতের প্রাণীসম্পদ ও বনজ সম্পদ বিকাশের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন  বিশেষজ্ঞমহল। ৭০ বছর পর এই বিরল ঘটনার সাক্ষি  হতে পেরে আপ্লুত কুনো জাতীয় উদ্যানের বনবিভাগের কর্মীরা।  তারা ইতিমধ্যেই চিতা দেখভালের প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন। চিতার আচার আচরণ সম্পর্কে অবহিত হওয়ার সাথে সাথে তারা চিতা বাঘের বিভিন্ন চরিত্রগত বৈশিষ্টগুলো নিয়েও রীতিমতো  গবেষণা করেছেন।  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র