Mamata Banerjee News: বিলেতের মাটি মমতাময়। বিদেশ বিভুঁইয়ে গিয়েও হাঁটা ছাড়েননি বাংলার প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনে গিয়ে কাজের ফাঁকে হেঁটে বেড়ালেন টেমস নদীর পাশ দিয়ে। তার এই মর্নিং ওয়ার্কের সফর সঙ্গী কে হলেন? জানতে বিশদে পড়ুন…
দেশ হোক আর বিদেশ কিংবা পাহাড় হোক অথবা সমতল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বা রাজনৈতিক কর্মসূচি মানেই কাজের ফাঁকে হেঁটে হেঁটে জনসংযোগ। লন্ডনে গিয়েও তার অন্যথা করেননি রাজ্যের প্রশাসনিক প্রধান।
210
তৃণমূল সুপ্রিমোর সফর সঙ্গী সৌরভ পত্নী
লন্ডনের রাস্তায় তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটতে দেখা গেল মহারাজের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কেও। বিদেশ সফরেও সঙ্গীদের নিয়ে প্রাতঃভ্রমণে যান তিনি।
310
ডোনার সঙ্গে খোশমেজাজে মুখ্যমন্ত্রী
সৌরভ পত্নী তথা বিখ্যাত নৃত্য়শিল্পী ডোনার সঙ্গে মুখ্যমন্ত্রীর সখ্যতার কথা কারও অজাানা নয়। কিন্তু টেমসের পারে দেখা গেল অন্য ছবি। বাংলার মুখ্যমন্ত্রীকে লন্ডনে নিজেদের ফ্ল্যাট চেনালেন ডোনা গঙ্গোপাধ্যায়।