সংক্ষিপ্ত
Mamata Banerjee visits London: লন্ডন (London)সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার ঐতিহ্যশীল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে (Kellogg College Oxford ) ভাষণ দেবেন।
Mamata Banerjee visits London: লন্ডন (London)সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার ঐতিহ্যশীল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে (Kellogg College Oxford ) ভাষণ দেবেন। বিষয় নারী ক্ষমতায়ন ও বাংলার উন্নয়নের মডেল তুলে ধরবেন তিনি। ইতিমধ্যেই তাঁর অনুষ্ঠানের কার্ড বিলি হয়েছে। তবে এই প্রসঙ্গে উঠতে পরে আরজি করের তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ড ও ধর্ষণ ইস্যু উঠতে পারে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, 'ওর বল দিলে আমি চালিয়ে খেলব। ছক্কা মারব!' আরজি কর ইস্যুতে বিরোধী বিশেষ করে অতি-বাম সংগঠনগুলি রাজ্যের শাসক দলকে নিশানা করেছিল। কিন্তু তদন্তে দেখা যায় কলকাতা পুলিশের তদন্তকেই মান্যতা দিয়েছে সিবিআই। লন্ডনে এই কথাও তুলে ধরতে পারেন মমতা। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছিল। নতুন করে এই ঘটনায় আর কাউকে এখনও পর্যন্ত অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করাতে পারেনি।
সূত্রের খবর এদিন লন্ডনে ভাষণেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করবেন। পাশাপাশি তিনি জানাবেন কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও কী করে তিনি পশ্চিমবঙ্গের উন্নয়ন করছেন। সূত্রের খবর মমতার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ আরজি কর প্রসঙ্গে। তবে তিনি লন্ডনের সভায় গণতান্ত্রিক পরিকাঠামোর মজবুত করার ওপর জোর দেবেন। তবে মমতা যে তৈরি হয়েই লন্ডন গেছেন তাও তিনি স্পষ্ট করে দিয়েছেন, তিনি ঘনিষ্ট মহলে বলেছেন, 'ওরা বল করলে আমিও ব্যাটিং শুরু করব! ছক্কা মারব ওরা কী ভেবেছে আমি তৈরি হয়ে আসিনি? নথি আমার কাছেও আছে। আমিও জবাব দিতে জানি। '
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় যেখানে ভাষণ দেবেন সেখানে কিং চার্লস, বান কি মুন-এর মত বিখ্যাত ব্যক্তিরা বক্তব্য রেখেছেন। তাই মমতার ভাষণ বাঙালির কাছে গর্বের। কিন্তু কাঁটা হয়ে ২০২৪ সালের ৯ অগস্ট আরজি করের ঘটনা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজ্যের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ এই সফরেই মমতা ব্রিটেনের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছেন। তাতে ইতিবাচক সাড়া পেয়েছেন বলেও জানিয়েছেন মমতা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।