Mamata Banerjee News: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে বিদেশ সফরে সর্ব দলের সাংসদরা। সন্ত্রাসবাদ বিরোধী প্রচারের জন্য এই সফর করছে। আর এই সফরের পর কী করা উচিত এক্স হ্য়ান্ডেলে জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই উত্তপ্ত ভারত-পাকিস্তান সম্পর্ক। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। সন্ত্রাসবাদের মুখোশ খুলতে ইতিমধ্যে বিদেশ সফরে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্য়ান্য দলের পাঁচজন সাংসদ। সাংসদদের এই বিদেশ সফরের পর কেন্দ্রের কী করা উচিত জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
210
সংসদের বিশেষ অধিবেশনের ডাক
এই বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লেখেন…
310
দেশবাসীকে সমস্ত বিষয় জানানোর আর্জি
সর্বদলীয় সাংসদদের এই বিদেশ সফর নিয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী দাবি করে জানিয়েছেন যে, সাংসদরা দেশে ফিরলে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। সেখানে এই বিদেশ সফর নিয়ে সমস্ত খুঁটিনাটি দেশবাসীর সামনে তুলে ধরা হোক।
জানা গিয়েছে, সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের মুখোশ খুলতে এই মুহূর্তে বিদেশ ভ্রমণে রয়েছেন সংসদের সর্বদলীয় প্রতিনিধিরা। জাপান, ইন্দোনেশিয়া, কোরিয়া সফরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ৮ জনের প্রতিনিধি দল।
510
অভিষেকের দলের নেতৃত্বে কোন সাংসদ
সঞ্জয় ঝাঁ রয়েছেন অভিষেকের দলের নেতৃত্বে। প্রতিনিধি দলে রয়েছেন রাষ্ট্রদূত মোহন কুমার, বিজেপি সাংসদ ডঃ হেমাং জোশী, সিপিআই (এম) সাংসদ জন ব্রিটাস, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গী, বিজেপি সাংসদ ব্রিজ লাল এবং বিজেপি সাংসদ প্রদান বড়ুয়া।
610
সাংসদদের বিদেশ সফর নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা
এই বিষয়ে নিজের এক্স হ্য়ান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘’সর্বদলের প্রতিনিধিরা ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে গোটা বিশ্বে ঘুরে ঘুরে সকলকে সবটা জানাচ্ছেন, তাতে আমি খুশি। আমি প্রথম থেকেই বলে আসছি, তৃণমূল কংগ্রেস সবসময় এই ক্ষেত্রে কেন্দ্রের পাশে রয়েছে। দেশের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় যে সিদ্ধান্ত নেবে, সেটাই আমাদের কাছে সমর্থনযোগ্য হবে। আমি কেন্দ্রের কাছে আর্জি জানাচ্ছি যে, সর্বদলের প্রতিনিধিরা বিদেশ ভ্রমণ সেরে দেশে ফিরে আসার পর সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক। আমি মনে করি, সাম্প্রতিক পরিস্থিতি এবং সেই সংক্রান্ত যাবতীয় খবর সবার আগে দেশবাসীর জানা উচিত।''
710
সন্ত্রাসবাদের বিরুদ্ধে আলোচনা
জানা গিয়েছে, সাংসদদের প্রতিনিধি দলটি জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া প্রজাতন্ত্র এবং সিঙ্গাপুরের রাষ্ট্র নেতাদের সঙ্গে আলোচনা করার সময় ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রতি ভারতের প্রতিক্রিয়া এবং সীমান্ত-পার সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার বৃহত্তর লড়াই সম্পর্কে ভারতের দৃষ্টিভঙ্গী তুলে ধরছে।
810
পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার আবেদন
বিশ্বকে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করার এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য-সহনশীলতার নীতি তুলে ধরার জন্য গঠন করা হয়েছে। তালিকায় বহু-দলীয় গোষ্ঠীর সংসদ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের ৮-৯ জন সদস্যের সাতটি দলে ভাগ করা হয়েছে। প্রতিটি দলকে একজন নেতা নিযুক্ত করা হয়েছে এবং তারা বিশ্বমঞ্চে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
910
পহেলগাঁওয়ে হামলা
গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। নৃশংস এই ঘটনার পর থেকেই পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে ছিন্ন করা হয়েছে সিন্ধু জলচুক্তি। বাতিল সার্ক ভিসা।
1010
ভারতের অপারেশন সিঁদুর
পহেলগাঁওয়ে হামলার যোগ্য জবাব দিতে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। পাক অধিকৃত কাশ্মীরে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গিঘাঁটি। আর এবার সারা বিশ্বের সামনে পাকিস্তানের আসল রূপ প্রকাশ্যে আনতে আরও কড়া পদক্ষেপ ভারতের।