করোনাকালে সুখবর, দেশে সঠিক সময় বর্ষা আসবে বলে জানিয়েছে IMD


সঠিক সময় বর্ষা আসছে 
কেরলে বর্ষা আসবে ১জুন 
জানিয়েছে আবহাওয়া দফতর 
 

সময়েই আসবে বর্ষা। আর্থাৎ পয়লা জুনের মধ্যে দক্ষিণ পশ্চিম বর্ষা এসে পড়বে করলে। জানিয়েছে মৌসম ভবন। কেরলে বর্ষা আসার স্বাভাবিক সময় ১ জুন। জুন থেকে সেপ্টেম্বর- এই চার মাস গোটা দেশেই ৭০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। 

কেন্দ্রীয় মন্ত্রকের সচিব এম রাজীবন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন আবহাওয়া দফতরের কথা তুলে ধরে জানিয়েছেন কেরলে নির্ধারিত সময় আসবে বর্ষা। ইন্ডিয়ার মেটেরোলজিক্যাল সেন্টার আগামী চার সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। তাতে বলা হয়েছে আগামী ১৬ মে আন্দামাম সাগরের ওপর বর্ষার আগমণের সুস্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। আন্দামানে নির্ধারিত সময় বর্ষা এলে তা ধীরে ধীরে মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হবে। আর সমস্ত গতিবিধি দেখে বিশেষজ্ঞরা নিশ্চিত নির্ধারিত সময় কেরলে আসছে বর্ষা। 

Latest Videos

কেরলে যদি নির্ধারিত সময় বর্ষা আসে আর আবহাওয়া যদি সম্পূর্ণ অনুকূল থাকে তাহলে বঙ্গে বর্ষা আসার সময় হল ৮ জুন। এখনও পর্যন্ত বঙ্গেও সঠিক সময় বর্ষা আসবে বলেও মনে করেছে আবহাওয়াবিদরা। 

Share this article
click me!

Latest Videos

বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal
‘পুলিশ বিজেপি নেতাদের ছবি তুলে মুখ্যমন্ত্রীকে পাঠায়’ মমতাকে তুলোধোনা করলেন সুকান্ত, দেখুন কী বললেন
ছিঃ লজ্জা! CM মমতার অসন্মানজনক মন্তব্য! মমতার ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন Suvendu Adhikari
'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
‘কল্যাণবাবুর খাওয়া-বলা সব উল্টোপাল্টা’ সুকান্ত মজুমদারের ঝাঁঝালো টনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে