'মুসলিমরা এখানে কী করছেন, ৫৭টি ইসলামিক দেশ রয়েছে- সেখানে যান'- বিস্ফোরক মন্তব্য শংকরাচার্যের
দেশের মুসলিম সম্প্রদায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য জ্যোতির্মঠের শংকরাচার্য স্বামী অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজের। কংগ্রেসের বেশ ঘনিষ্ঠ এই হিন্দু ধর্মগুরুর বিস্ফোরক মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে। এবার মুসলিমদের দেশ ছাড়া হতে বলে বোমা ফাটিয়েছেন তিনি।
স্বামী অবিমুক্তেশ্বরানন্দ প্রায়ই মোদী সরকারের সমালোচনা করেন, যার কারণে কংগ্রেসের রীতিমত ঘনিষ্ঠ বলে মনে করা হয় তাঁকে।
তিনি রাহুল এবং প্রিয়াঙ্কার খুব কাছের। সম্প্রতি, স্বামী অবিমুক্তেশ্বরানন্দের একটি মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ছে।
সংবাদমাধ্যমের সামনে তাঁর প্রশ্ন মুসলিমরা এদেশে কী করছেন? একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্বামী অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী মহারাজ ভারতীয় মুসলমানদের সম্পর্কে একটি বড় মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, মুসলমানরা আমাদের মধ্যে কেন থাকছেন? তাদের হিন্দুদের মধ্যে থেকে কী লাভ? তাদের জন্য আগে থেকেই ৫৭টি দেশ রয়েছে, তারা সেগুলিতে কেন চলে যান না?
তাঁর দাবি মুসলমানদের নিজেদের ইসলামিক দেশে থাকা উচিত। ভারত ইসলামিক দেশ নয়।
তিনি বলেন মুসলমানরা যখন দেশ ভাগ করেছিল, তখন তারা আবার ভারতেও কেন থাকছে?
উল্লেখ্য, শংকরাচার্য স্বামী অবিমুক্তেশ্বরানন্দ আংশিক রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার ব্যাপারে প্রশ্ন তুলেছিলেন। তিনি কংগ্রেস সমর্থক হিসেবে পরিচিত।
তার জন্ম উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলার পাটটি তহসিলের ব্রাহ্মণপুর গ্রামে। তিনি বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রী এবং আচার্য শিক্ষায় শিক্ষিত।
ছাত্র জীবনে তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং ১৯৯৪ সালে ছাত্র সংসদের নির্বাচনে জিতেছিলেন।