২০২৪ সালে ভারতকে নিয়ে কী কী সার্চ করল পাকিস্তান? তালিকা জানলে রীতিমতো চমকে যাবেন

২০২৪ সালে ভারতকে নিয়ে কী কী সার্চ করল পাকিস্তান? তালিকা জানলে রীতিমতো চমকে যাবেন

Anulekha Kar | Published : Dec 16, 2024 10:55 AM
17

চাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সের জন্য পাকিস্তানে যেতে অস্বীকার জানিয়েছে ভারতীয় ক্রিকেট দল।

27

এর প্রভাব পড়তে চলেছে দুই দেশের সম্পর্কের উপরে। এর মধ্যেই জানা গেল যে পাকিস্তান ভারতের সম্পর্কে সারা বছর ঠিক কী কী সার্চ করেছে।

37

২০২৪ সালে পাকিস্তান ভারতের সম্পর্কে যা যা সার্চ করেছে জানলে রীতিমতো চমকে যাবেন। আসুন জেনে নেওয়া যাক সেই তালিকা। পাকিস্তানিরা সবথেকে বেশি যাকে সার্চ করেছেন তিনি হলেন আব্বাস আত্তার। একজন ইরানি ফটোগ্রাফার ছিলেন আব্বাস।

47

জানা গিয়েছে বলিউড নিয়ে অত্যন্ত আগ্রহী পাকিস্তান। ভারতের সিরিজ সিনেমা নিয়ে প্রচুর সার্চ করেন পাকিস্তানিরা। 

57

এর মধ্যে উল্লেখযোগ্য হল হিরামণ্ডি, ১২ ফেইল, অ্যানিম্যাল, মির্জাপুর সিজন ৩।

67

পাকিস্তানের মানুষ রেসিপির মধ্যে সব থেকে বেশি সার্চ করেন বানানা ব্রেড। এ ছাড়াও গার্লিক ব্রেড, মালপুরা রেসিপি।

77

এ ছাড়াও ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ, টি ২০ বিশ্বকাপ । এ ছাড়াও পাকিস্তান বাংলাদেশ বা পাকিস্তান অস্ট্রিলায়ার ম্যাচ সম্পর্কেও সার্চ করা হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos