লিখেছিলেন, একজন মা শুধুমাত্র তার সন্তানদের জন্ম দেন না। তাদের মন, তাদের ব্যক্তিত্ব ও তাদের আত্মবিশ্বাস গঠন করেন। তিনি আরও লেখেন, আমার মা যতটা সরল ততটা তিনি অসাধারণ। সব মায়ের মতোই। আমি আমার মাকে নিয়ে লিখতে গিয়ে যা লিখব, আমি নিশ্চিত তার সঙ্গে আপনারা আপনাদের মায়ের অনেক মিল পাবেন। পড়ার সময় সেই লেখার মধ্যে আপনি হয়তো আপনার মায়ের ছবি পাবেন।